পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা Về8& দেখেন—অভূত ব্যাপার । রাস্তার দুই ধারে বেণ্ডালয়। বেস্তাগণ মান বেশে বিভূষিত হইয় বারাণ্ডায় বসিয়া ফরসীতে তামাক খাইতেছে, নিয়ে মালীর নানাপ্রকার সুগন্ধি পুষ্পের মালা, গুড়গুড়ি, আড়ানি, পাখা প্রভৃতি প্রস্তুত করিয়া বিক্রয় করিয়৷ বেড়াইতেছে । রাস্তার ধারে ধারে আতর, গোলাপ,ফুলল তৈল বিক্রয় হইতেছে। মধ্যে মধ্যে মদের দোকানের সম্মুখের ফুলরি, চিঙ্গড়ি, তপসী, ইলিশ মাচ ভাজা, পাঠ ও হাসের ডিম সিদ্ধ, আলুর দম, পেয়াজ দিয়ে তেলে ভাজা ছোলা সাজান রহিয়াছে। মধ্যে মধ্যে দুই একখানি মিঠায়ের দোকাও আছে । লম্পটের কোন বাড়ীর মধ্যে প্রবেশ করিতেছে এবং কোন বাড়ী হইতে প্রত্যাগমন করিতেছে । বেশু্যাগণ বারাণ্ডায় বসিয়া লোক ডাকিতেছে—ন যাইলে গালি দিতেছে এবং সুবিধা পাইলে থুতু দিতে ছাড়িতেছে না। কতকগুলো বালক মাথায় ফেটী বাধিয়া দুই একটা বাটতে প্রবেশ করিবার উদ্যোগ করিতেছে ; কিন্তু নূতন বলিয়৷ সাহস হইতেছে না, আবার ফিরিয়া আসিতেছে । নারা । বরুণ । ঐ ছেলেগুলো কি মাগীদের ছেলে ? বরুণ । না, না, উহার ফেরারী বালক । এক্ষণে উৎসল্প যাইবার পথে পদার্পণ করিবার চেষ্টা করিতেছে । এই সময় সন্ধ্যা হওয়ায় স্থানটার ঐ ফিরিয়া গেল । এখানকার লোকগুলো আর যেন নিরানন্দ কাহাকে বলে জানে না । স্বর্গ ও নরক আছে কি না, তাহাও তাহাঁদের স্মরণ নাই। পাপ পুণ্য কাহাকে বলে, সে বোধ দূরে পলাইল । সকলেই বেগু ও মদে মজিল । নারা। বরুণ । ঐ সমস্ত মাছভাজা, পাঠা, হাসের ডিম খায় কারা ? বরুণ। ব্রাহ্মণ, বৈশু ও শূদ্র ; যে বেণ্ডা-বাড়ী যায় সেই খায় । মদের মুখে ঐ সমস্ত দ্রব্যই উপাদেয়। বেণ্ডাসক্ত ব্যক্তিদিগকে মদ্যপান ও সৎসঙ্গে জাতি, মান, বিষয়, বিভব সকলই বিসর্জন করিতে হয় ।