. কলিকাতা - Woo সঙ্গে লইয়া বাসায় গিয়া সকলে দেখেন, পিতামহ শয়ন করিয়া আছেন । জিজ্ঞাসা করিলে কহিলেন, “দুইখানা গরম জিলেপী খেয়ে একটু ভাল আছি।” - দেবগণ হস্তপদ প্রক্ষালন করিয়া বসিয়া গল্প করিতেছেন, এমন সময় সঙ্গীতধ্বনি র্তাহাদের কর্ণে আসিল । দেবরাজ কহিলেন, “নিকটে কোথায় গান হইতেছে ?” বরুণ। বোধ হয় বারইয়ারিতলায় বারইয়ারি পুজা আরম্ভ হওয়ায় পাচালি হইতেছে । নারা । বারইয়ারিতলা এখান হইতে কত দূর ? বরুণ । কেন, সেই যে, সে দিন কথকতা শুনে এসেছ । ব্ৰহ্মা। সে স্থান ত নিকট। বরুণ! আমি কখনও পাচালি গুনি নাই—নিয়ে চল না । এই সময় দেবগণ দেখেন, একটা বাবু দিব্য সাজ পোষাক করিয়া রাস্ত দিয়া কোথায় যাইতেছে। তাহাকে দেখিয়া একপাল বাবু নিকটে আসিয়া কহিল, “তুমি ভাই কোথায় যাচ্চ ?” বাবু কহিলেন “আমি নিমন্ত্রণ খেতে যাচ্চি, যাবে?” হানি কি বলিয়৷ সেই সমস্ত বাবুর দল তাহার সঙ্গে সঙ্গে চলিল । নারা । বকণ ! এ কি ! এক জনের নিমন্ত্রণে এরা যে সকলেই চলিল ? বরুণ। ইহারা সকলেই পাড়াগেয়ে, অল্প বেতনের কেরাণী । এখানে কৰ্ম্ম করে, একখানি সামান্ত খোলার ঘরে আট দশ আনা ভাড়া দিয়া বাসা লয়। প্রত্যহ নিজে নিজে হাত না পোড়াইয়া এক দিন রেখে তিন দিন খায়। যে বেতন পায়, পরিবার নিকটে রাখিলে চলে না, এজন্ত মাসে দুই একবার বাড়ী যায় ও প্রত্যাগমন সময় বিশমুণে ব্যাগে কাচকলা কচু ও লাউ বোঝাই করিয়া আনিয়া সেই গুলো বেস খায়। প্রত্যহ হাত পোড়াইয়া খেয়ে খেয়ে ক্লান্ত ও অরুচি হইবার উপক্রম হইলে যদি
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।