পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W26 o দেবগণের মর্ত্যে আগমন কোন স্থানে দেখে ৫০/৬০ জন লোক থাইতেছে, বিনা নিমন্ত্রণে যাইয়া পাত পাতিয়া বসে। ইন্দ্র । গৃহস্বামী বিদায় করে দেয় না ? বরুণ। ভদ্রলোক, খাসা গোপ, গলায় ঘড়ীর চেন, সুতরাং বিদায় করিতে চক্ষুলজ্জা হয় । ফলতঃ এই কৰ্ত্তাদের গুণে সহরে খাওয়ান-দাওয়ান সত্বরেই লোপ হইবে। কারণ, সময়ে সময়ে এমন ঘটনাও ঘটেছে, কোন মধ্যবিত্ত অবস্থার লোক পুত্রের অন্নপ্রাশন কিংবা উপনয়ন উপলক্ষে একশত বা দেড়শত লোকের নিমন্ত্রণ করিয়া এই শ্রেণীর ১০১২ শত ভদ্র কাঙ্গালী না খাওয়াইয়া নিস্তার পান না। কি করেন, পরিবারের গহনা বিক্রয় করিয়া দায় হইতে উদ্ধার হন । নারা । হঠাৎ এত লোকের আয়োজন হয় ? বরুণ । কলিকাতা সহরে পয়সা দিলে এক ঘণ্টায় এক হাজার লোকের খাওয়ান’র জোগাড় হয়। যাহা হউক, একবার ঘটী বাবু বিন নিমন্ত্রণে যাইয়া বড় জব্দ হইয়াছিলেন। ইন্দ্র। সে কিরূপ ? বরুণ । ঐ বাবুদের এক বন্ধু ছিলেন, তিনি কলুর বামুন ; কিন্তু তাহা র্তাহারা জানিতেন না। এক দিন কলুর বামুন বাবু, যজমানের বাড়ীতে বিবাহের নিমন্ত্রণ খাইতে যাইতেছেন, এমন সময়ে ঐ বাবু দুটা তাহার পেছু নিলেন। সকলে মজলিসে যাইয়া স্থান নিলে বাবুর কলুর বামুন বাবুকে কহিলেন, যেমন ব’লে আস নাই, কেমন গোপনে গোপনে এসে ধ’রেছি!” কলুর বামুন মনে মনে ভাবিলেন—অভাগার বেটার মরেছে, এ কলুর বাড়ী তা ত জান না। এই সময় বাড়ীর রূৰ্ত্ত কলু একবাট সর্ষের তৈল লইয়া বাবুদের নিকট আসিয়া কহিল, “মহাশয়েয়া পায়ের মোজ খুলুন— তৈল দিয়ে দিই।” বাবুর তৎশ্রবণে আশ্চৰ্য্যাম্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “সে কি ?” কলু কহিল, "আঙ্কে, কলুর বাড়ীতে ব্রাহ্মণ আসিলে পারে ,