পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^e(tR দেবগণের মর্ত্যে আগমন “দিন গত কিন্তু নয় হে রাম তোমার চরণে এ দীন গত । আমার গত অপরাধ কত, প্রাণ নির্গত সময়ে দেও হে চরণ, হ’লাম চরণে শরণাগত ॥ সৎসঙ্গে হয়ে স্বতন্ত্র, করি অসৎ ক্রিয়া সদত, তোমায় শত শত মন্দ বল্লাম রামচন্দ্র না ভাবিয়া ভবিষ্যত ॥ ওহে গুণধাম স্বগুণ প্রকাশ, গুণহীন জ্ঞানহীন দোষ নাশ, স্বগুণে তরিলে কি পৌরুষ, সে ত স্বগুণে পাবে সুপথ । জননী-জঠরে কঠিন যন্ত্রণা আর দিবে রাম কত. ওহে দশরথাস্বজ দাশরথি, ঘুচাও দাশরথির গতাগত ॥ দেবগণ পাঁচালী গুনিয়া সন্তুষ্ট হইলেন । পিতামহ কহিলেন, “বরুণ ! প্রত্যেক গানের শেষ চরণে দাশরথি নাম রহিয়াছে, দাশরথি কে আমাকে বল।” বরুণ। ৮দাশরথি রায় ১৬২৬ শকে ( ১৮০৪ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ইহঁার পিতার নাম ৪/দেবীপ্রসাদ রায় । ইহঁারা রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ—জেলা বৰ্দ্ধমানের অন্তঃপাতী কাটোয়ার অতি সন্নিকটস্থ বাদমুড়া নামক গ্রামে ইহঁর পৈতৃক বাস । দাশরথি বাল্যকালে পীল নামক গ্রামে মাতুলালয়ে বাস করিতেন। তিনি যৎসামান্ত ইংরাজী ও বাঙ্গালা শিক্ষা করিয়া প্রথমে একটা নীলকুঠিতে কেরাণীগিরি কৰ্ম্মে নিযুক্ত হন। তৎপরে কিছুদিন কবির দলে গান বাধিয়া দিতে দিতে নিজে একটি পাঁচালীর দল করিয়াছিলেন। সেই পাঁচালী হইতেই দাশুরায়ের নাম দেশব্যাপী হইয়া পড়ে। ইনি যে সমস্ত পালা ও গীত বাধিয়াছিলেন, তৎসমস্ত পাচ খও পাঁচালী নাম দিয়া বটতলা হইতে পুস্তকাকারে মুদ্রিত হইয়াছে। ঐ পাচ থও পাঁচালী ভিন্ন ইনি মৃত্যুর পূৰ্ব্বে আরো অনেক পালা ও গান বাধিয়াছিলেন, তাহ নিজেও গাইতে পারেন নাই । ১৬৭৯ শকে (১৮৫৭ খৃষ্টাব্দে) ইছার মৃত্যু হয়। ইহার পুত্রসন্তান ছিল না,