\borg দেবগণের মর্ত্যে আগমন উপ। কৰ্ত্তাজেঠা ! আমি দেখলাম চাকুরীতে মুখ নাই, সহজেও হইবে না। ব্যবসা তাহাতেও মূলধন চাই। তদপেক্ষ একটা সহজ কাজ আছে, অৰ্দ্ধ আন মূল্যের সংবাদপত্রের সম্পাদক হওয়া ; আজ কাল অনেকেই ঐ কাজে প্রবৃত্ত হইতেছেন দেখিয়া মনে মনে স্থির করিয়াছি, স্বর্গে যাইয়া সংবাদপত্র চালাইব । স্বর্গে কোন সংবাদপত্র না থাকাতে আমার যথেষ্ট লাভও হইতে পারিবে এবং প্রজার দুঃখ রাজার কানে তুলিয়৷ দেওয়ায় সাধারণের যথেষ্ট উপকার করা হইবে। এই সব মনে ভাবিয়া সংবাদ পত্র কি উপায়ে লিখিতে হয়, মোটামুটি টুকিয় লইতেছি। নারা। কিরূপ লিখলি পড়ে শোনা দেখি ? উপ। আমি অবিকল পাঠ করিয়া যাইতেছি, আপনার শ্রবণ করুন— বরুণোদয় পত্রিকা সংবাদপত্রের তুল্য কিবা আছে আর । শোনাতে রাজায় প্রজার দুঃখ সমাচার ॥ ১ খও । । ১২৮৯ সাল। এই শ্রাবণ বুধবার। l অগ্রিম বার্ষিকমুল্য ২\ ২ সংখ্যা। ! ইংরাজী ১৮০২ সাল। ২-এ জুলাই ! টাউনে Sllo বিজ্ঞাপন" - “আবার আমি” নাটক—মূল্য দুই টাকা—ডাক মাশুল y০ আনা । যম এও কোং লাইব্রেরি এবং রবিরাজের দোকানে প্রাপ্তব্য । সোণার চাদ ( ঐতিহাসিক উপন্যাস । ) শ্ৰীকাৰ্ত্তিকচন্দ্র ঠাকুর প্রণীত । মূল্য এক টাকা। রবিরাজের দোকানে প্রাপ্তব্য । সংবাদপত্রের অভিপ্রায় এই পুস্তকের তুল্য স্বরলোকে অদ্যাপি কোন উপন্যাস বাহির হয় নাই। —বরুণোদয় ।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।