৬৫৬ দেবগণের মর্ত্যে আগমন করিবেন এবং নরকাদি দর্শনের পর ২৫ এ তারিখে পশ্চিম আসমানে উপস্থিত হইবেন। গত সোমরাব পদ্মষোনির একটি পুত্র সন্তান জন্মিয়াছে। এত বুড়ে৷ বয়সে যে পুত্র হয়, ইহাই বড় আশ্চাৰ্য্যের কথা । এই জ্যৈষ্ঠ যে সপ্তাহ শেষ হয়, তাহাতে বৈকুণ্ঠের ১৭৮ জন লোকের মৃত্যু হইয়াছে। আমাদের একজন সংবাদদাতা বলেন, র্তাহাদের গ্রামের একজন গোয়ালার একটী গরু আছে। এক সময় ঐ গরুর মাথায় ঘা হয় এবং ক্ষত স্থানে একটা অশ্বখ ফল প্রবেশ করে । এক্ষণে ঐ বীজে একটা প্রকাও বৃক্ষ জন্মিয়াছে। গাড়োয়ান কোন স্থানে ভাড়ায় গেলে আর রৌদ্রে কষ্ট পায় না । সে সময়ে সময়ে মাঠের মধ্যে গাড়ী থামাইয়া বৃক্ষ হইতে ছাড়ি নামাইয়া রন্ধন করিয়া খায় এবং বৃক্ষতলে নিদ্রা যায়। ভগবানের কি আশ্চৰ্য্য মহিমা ! ধূমকেতু প্রদেশের এক স্থানে পুষ্করিণী খনন উঠিয়াছে। এইবার স্থত বিক্রেতাদিগের সৰ্ব্বনাশ উপস্থিা গত সোমবার শূন্ত প্রদেশে আবার সাইক্লোন হই । শূন্ত প্রদেশটা আর থাকে না। এ বৎসর পোয়াতে প্রদেশ হইতে ১০৪৮ টন স্বর্ণ সম্পাদকীয় উক্তি আমাদিগের আশা ছিল, সংবাদপত্র ও মাসিক পত্র ইঞ্জেদৈবভাষায়: সমূহ উন্নতি সাধিত হইবে। কিন্তু দুঃখের বিষয় দিন দিন কতকগুলে! অশিক্ষিত এবং চরিত্রহীন সম্পাদক সেই গুরুভার বহন করিতে গিয়া আমাদের আশার বাসা ভাঙ্গিয়া দিতেছে। অনেকে স্থলভ মূল্যের প্রলোভন দেখান, কেহ কেহ বিনা মূল্যের লোভ দেখাইয়া অগ্রে কিঞ্চিৎ ডাকমাণ্ডল বলিয়া গ্রহণ করিয়া ২১ খানি কাগজ দিয়া অদৃপ্ত হন, পাঠকগণের লোভে
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।