পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু৫৮ দেবগণের মর্ত্যে আগমন এ কথার প্রত্যুত্তরে ইহাই বলি—যদি ইংরাজরাজ আসেন, রাস্ত ঘাট না করিয়াই কি আসিবেন? জল জমিলে আগুন করিয়া গলাইয়া লইতে পারিবেন না ? মফঃস্বলে খোদকর্তা পাঠকগণ । তারকপুরের মাজিষ্ট্রেট শনৈশ্চরের বিষয় অনেকে শুনিয়াছেন, সম্প্রতি ইনি আর একটা লীলা খেলা দেখাইয়াছেন । র্তাহার বাড়ী মেরামতের জন্য কতকগুলি কুলি নিযুক্ত হয়। উহারা সম্ভবমত ইষ্টক ও প্রস্তরাদি মস্তকে করিয়া বহন করিয়া আনিতেছিল, কিন্তু কৰ্ত্ত৷ দেখিলেন, ওরূপ করিলে তাহার ১০১৫ টাকা মজুরিতেই যাইবে, অতএব স্বহস্তে কুলির মাথায় বোঝা চাপাইয়া দিতে লাগিলেন, সে পারি না বলিয়া চীৎকার করিলেও ছাড়িলেন না । শেষে বোঝাই দিতে দিতে লোকটার মাথার খুলি ফাটিয়া যাওয়ায় মৃত্যু হইল। বিচারে স্থির হইয়াছে, ইহার মাথাটা ঘুণে ধরা ছিল। ইছরের প্রত্যুৎপন্নমতিত্ব আমাদিগের যন্ত্রালয়ের সন্নিকটস্থ রামলাল বণিকের গুদাম ঘরে অত্যস্ত ইদুরের উপদ্রব। একদিন একটা সাপ একটা ইছরকে তাড়া করিয়৷ গিয়া যেমন ধরে ধরে হইয়াছে, অমনি ২০২৫টে ইছর ছুটিয়া আসিয়া উহার ল্যাজে দংশন করিতে আরম্ভ করিল। সাপটি দংশন-যন্ত্রণায় অস্থির হইয়া যেমন তাহাদিগকে তাড়া করিয়াছে, অমনি এক একটী এক এক দিকে নিরাপদে পলায়ন করিল। পুস্তক সমালোচনা এমন মুখের মুখে ছাই। নাটক । ঐগণেশচন্দ্র ঠাকুর কর্তৃক প্রণীত। গণেশ বাবু অতি স্থলেখক । ঠাকুর মহাশয়ের লেখার পরিচয় নুতন করিয়া কি দিব। এ প্রকার পুস্তকের সংখ্যা যত বৃদ্ধি হয়, দেবলোকের ততই উপকার। গণেশ-প্রণীত