৬৬২ দেবগণের মর্ত্যে আগমন আমরা বেয়ারিং পত্র গ্রহণ করিব না। এই যন্ত্রালয়ে যবওয়ার্কের কার্য অতি সত্বরে ও সুন্দরন্ধপে সম্পন্ন হইয়। থাকে । আমরা প্রফ সংশোধনেরও ভার লইয়া থাকি । - ঐমিথ্যাবাদী দেব ম্যানেজার বিজ্ঞাপন তারকপুরের বঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি হইয়াছে । মাসিক বেতন পাচ টাকা। যিনি নৰ্ম্মাল স্কুলের তৃতীয় বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কিছুদিন শিক্ষকতা কাৰ্য্য করিয়াছেন এবং যাহার উত্তমরূপ সংস্কৃত জানা আছে, তাহারই আবেদন সৰ্ব্বাপেক্ষ আদরণীয় হইবে। আবেদনকারী জাতিতে ব্রাহ্মণ হওয়া চাই । ইহার দশকৰ্ম্ম জানা থাকিলে বাসা খরচ চলিতে পারে। ঐপোয়াতে তারা সম্পাদক । ঐরামচন্দ্র সেনের গণোরিয়া মিক্সচার। প্রতি, শিশি এক টাকা । আমি এই মিক্সচার সেবনে বহু কালের গণোরিয়া রোগ হইতে আরোগ্য লাভ করিয়াছি । ঐগণেশচন্দ্র দেব কৈলাস কালনিদ্রা তৈল। মূল্য বার আন । আমি এই তৈল সেবন পর্য্যন্ত সন্ধ্যার সময় শয়ন করিয়া বেলা ১১টার সময় নিদ্রা হইতে উঠি । শ্ৰীভোলানাথ কুস্তলেশ্বর তৈল। মূল্য এক টাকা । এমন মনমুগ্ধকর হৃদয়বিদ্ধকর তৈল এজগতে আর নাই। ইহার সৌগন্ধ এমন যে, এ গ্রামে একটু ব্যবহার করিলে ও গ্রামের লোকের গন্ধে উন্মাদ হইয়। যাইবে । শুধু তাই নয়—গন্ধ দীর্ঘকালস্থায়ী—অন্ততঃ দুই বৎসর আর গন্ধদ্রব্য মাখিতে হইবে না। যাহাদের মাথায় টাক আছে, ইহা ব্যবহারমাত্র তাহাদের মস্তক ভ্রমরকৃষ্ণ কুঞ্চিত কেশে বিমণ্ডিত হইবে।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।