ఆNely দেবগণের মর্ত্যে আগমন সংস্কৃত বেদান্তের অনুবাদ করেন এবং সংক্ষেপে বেদের সার মৰ্ম্ম উদ্ধৃত করিয়া মুদ্রিত ও বিনামূল্যে বিতরণ করেন। ১৮১৬ অব্দে ইনি সংক্ষিপ্তরূপে বেদ ইংরাজীতে অনুবাদ করিয়া প্রচার করিয়াছিলেন এবং গ্রীরামপুর হইতে মাসর্ম্যান সাহেব তাহার প্রতিকূলে কয়েকখানি পুস্তক লিখিয়া প্রতিবাদ করিয়াছিলেন । ইনি নিজ ব্যয়ে কলিকাতায় একটী বিদ্যালয় ও মুদ্রাযন্ত্র স্থাপন করেন। ইনি জাতিভেদ কিংবা বর্ণভেদ বিচার করিতেন না, ইংরাজদিগের সহিত এক টেবিলে বসিয়া আহার করিতেন এবং সময়ে সময়ে নিজ বাটীতে নিমন্ত্রণ করিয়া আনিয়া ভোজ দিতেন । ইহার প্রণীত ব্রাহ্মসঙ্গীতগুলি বড় শ্রুতিমধুর এবং উদারভাবপূর্ণ ভক্তিরসাত্মক। রামমোহন রায় কর্তৃক আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়। এখান হইতে সকলে যাইতে যাইতে দেখেন, এক স্থানে অনেকগুলি লোক জমা হইয়াছে। একটী লোক হা করিয়া দাড়াইয়া আছে। তাহার নিকট দাড়াইয়া পুলিসের ২১ জন জিজ্ঞাসা করিতেছে—সে লোকটার আকার কি প্রকার, বয়স কত, দেখতে কেমন, তোমার ব্যাগে কি কি দ্রব্যাদি অাছে ? দেবগণ কারণ অনুসন্ধানে জানিলেন, এই লোকটী পল্লিগ্রামের। নূতন কলিকাতায় আসিয়াছে। সহরের রাস্তা ঘাট না জানায় একজনকে জিজ্ঞাসা করে, “মহাশয়, গোপাল রায়ের বাসা কোথায় ?” যাহাকে জিজ্ঞাসা করে, সে একজন প্রতারক। অতএব সুবিধা দেখিয়া “আমার সঙ্গে আমুন” বলিয়া একটা ভয়ানক গলির মধ্যে লইয়া যায় এবং ইহার দুই চক্ষে কতকগুলো ধূলি নিক্ষেপ করে। যখন এ ব্যক্তি চক্ষে ধূলা যাওয়ায় ব্যাগ নামাইয়া চক্ষু রগড়াইতেছিল, সেই সময় সে ব্যাগটা লইয়া অদৃপ্ত হইয়াছে। এ ব্যক্তি পেটে না থেয়ে ২.৩ শত টাকা সংস্থান করিয়াছিল এবং সম্প্রতি দেশে একটী কাপড়ের দোকান করিবার অভিপ্রায়ে কলিকাতায় বস্ত্র খরিদ করিতে আসিয়াছিল।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।