পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা لاجرا সম্পাদক নিযুক্ত হন; কিন্তু অল্প দিন পরেই ঐ পদ পরিত্যাগ করেন। এই সভায় থাকিলে ইনি এতদিন রাজা উপাধি প্রাপ্ত হইতে পারিতেন । কিন্তু ইহঁার ধৰ্ম্মের দিকে বেশী মন থাকায় - রাজা না হইয়। মহর্ষি উপাধি প্রাপ্ত হইয়াছেন । এখান হইতে যাইতে যাইতে একস্থানে উপস্থিত হইয়া পিতামহ কহিলেন "আহা! একখানি কালী দেখ, ঘটে শুকনো ডাব, মার হাত ভাঙ্গা, চক্ষু নাই, ভাঙ্গাঘরে রয়েছেন। সম্মুখে একট পাট টাঙ্গান, হালদাররমণী মল পায় দিয়া বসিয়া আছেন। উপ, শীঘ্র প্রণাম কৰু ? বরুণ ! এ ঠাকুর কাহার এবং ঠাকুরের নাম কি ?” বরুণ । ঠাকুর হচ্চে বেগু ও লম্পটের, নাম কসাই কালী। ব্ৰহ্মা । কি ? বরুণ। কলিকাতার অনেকে বৃথা মাংস খান না। এ জন্ত অনেক লম্পট নিজের এবং বেণ্ডার ভরণ পোষণ জন্ত কলিকাতার স্থানে স্থানে ঐরূপ এক এক কালী’ মূৰ্ত্তি স্থাপন করিয়া প্রত্যহ ৫৭টা পাট জবাই করিয়া মাংস বিক্রয় করে । • ব্ৰহ্মা। পাপিষ্ঠদের বংশ থাকে ? বরুণ। উহাদের বংশের মধ্যে মৃত্যুকালে বংশলোচন এবং বংশাবলীর মধ্যে কন্যা হ’চ্চে মাগী ও পুত্ৰ হ’চ্চে মিন্সে। এখান হইতে যাইয়া একস্থানে উপস্থিত হইলে নারায়ণ কহিলেন, “বরুণ ! এ সুন্দর বাড়ীটি কাহার ?” বরুণ। এটা শুাম মল্লিকের বাড়ী। বাড়ীটি অতি সুন্দর এবং দরজায় সিপাই পাহারা আছে । বাড়ীর পাশ্বে ইহঁার ভ্রাতা শ্ৰীকৃষ্ণ মল্লিকের বাড়ী। সন্মুখস্থ ঐ বাড়ীটি সাণ্ডেল বাবুদিগের। সাণ্ডেল বাবুরা ঐ বাড়াটি বর্ণ কোম্পানীকে বিক্রয় করেন ; তৎপরে আশুতোষ মল্লিক বরণ কোম্পানীর নিকট হইতে খরিদ করিয়া লইয়া ঐ প্রকাও বাড়ী