পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা 屯9° কলিকাতার গঙ্গায় নীলমণি মল্লিকের ঘাট নামক একটা ঘাট প্রতিষ্ঠা করেন । - বৈষ্ণবদাস মল্লিকের অনেক সৎকাৰ্য্য ছিল । হনি সদাব্রত স্থাপন করেন, বিদ্যালয় স্থাপন করেন এবং সমারোহে বাটতে ফুর্গোৎসব করিতেন । এই উপলক্ষে ১৫ দিন নাচ তামাস হইত। বিস্তর ব্রাহ্মণ পণ্ডিত বিদায় পাইত। ইনিই ফুল আখড়ায়ের স্বষ্টি করেন—যাহা হইতে এক্ষণে হাফ আখড়াই হইয়াছে। ১৮২১ সালে ইহঁার মৃত্যু হয়। রাজা রাজেন্দ্রলাল মল্লিক ইহঁার পোষ্যপুত্র । এই বংশের ব্রজবন্ধু মল্লিক অত্যন্ত দয়ালু ও ধাৰ্ম্মিক ছিলেন। ইনিই ক্লাইব রে নামক রাস্তার জমী দান করেন এবং ঐ রাস্তার পাশ্বে উৎকৃষ্ট উৎকৃষ্ট বাড়ী নিৰ্ম্মাণ করাইয়াছেন । ১৮৫৯ সালে ইহঁার মৃত্যু হয় । আশুতোষ মল্পিক প্রভৃতি ইহঁার পুত্র। ব্ৰহ্মা। সাণ্ডেল বাবুদিগের বিষয় বল । বরুণ। ইহারা প্রথমে কলিকাতায় আসিয়া বাস করেন এবং হাটখোলার দত্তদিগের সহিত ব্যবসা করিয়া বিষয়ী হন। বাঙ্গালার ভিন্ন ভিন্ন স্থানে ইহঁাদের ২৫টা নীলের কুঠী ছিল—যাহা হইতে বাৎসরিক ৬০ লক্ষ টাকা আয় ছিল ; তদ্ভিন্ন যথেষ্ট জমীদারীর আয় ছিল । ইহঁার দুই পুত্র—মধুসূদন ও কালিদাস সাণ্ডেল। মধুসুদন চিৎপুর রোডের ধারে দুই প্রকাও বাড়ী নিৰ্ম্মাণ করান। বাড়ী দুইটিকে লোকে ইণ্ডিয়ান প্যালেস বলিত। বাড়া দুইটী এক্ষণে আশুতোষ মল্লিক খরিদ করিয়াছেন। এখান হইতে যাইয়া নুতন বাজারের মধ্যে প্রবেশ করিয়া দেখেন, দোকানগুলিতে হাড়ী, কলসী, ফল, মুল, মৎস্ত, তরকারী, খেলনা দ্রব্য এবং বস্ত্রাদি বিক্রয় হইতেছে । ছানার জলে বাজারের মধ্যে যেন বান এসেছে । * ব্ৰহ্মা। বরুণ ! এ বাজারটার নাম কি ? 8\○