পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

♥ግ8 দেবগণের মর্ত্যে আগমন বরুণ। এই বাজারটর নাম নূতন বাজার । রাজ রাজেন্দ্রলাল মল্লিক, বাজারট নুতন স্থাপিত করাতে ইহার নাম নুতন বাজার হইয়াছে। কলিকাতার মধ্যে এই বাজার ভিন্ন অন্ত বাজারে ছানা বিক্রয় হয় না । এখান হইতে বাহিরে আসিয়া দেবগণ দেখেন, কতকগুলো লোক হাস্ত করিয়া কহিতেছে—“চাল কলা থেগে৷ বামুন পেয়ে জুয়াচোর বেটা আচ্ছা ঠকান ঠকিয়েছে—ভট্টাচাৰ্য্য মহাশয়ের আর স্থান হলো না—বাটীর বাহিরে আসিয়া কানে পৈতে গুজে যেমন প্রস্রাবে বসেছেন, এক বেট জুয়াচোর এসে কহিল, “ঠাকুর মহাশয়! আপনার ধন্ত সাহস, তাই গাড় নিয়ে রাস্তার ধারে প্রস্রাব ক’চ্চেন । এই কতক্ষণ হাতিবাগানে দেখে এলেম, ঠিক আপনার মত বসে এক টুলো পণ্ডিত প্রস্রাব কচ্ছিল ; এমন সময় একবেটা জুয়াচোর এসে, দেখুন, এমনি করে গাড় নিয়ে পালাল।” ব’লে জুয়াচোর বেটা ভট্টাচাৰ্য্য মহাশয়কে চক্ষুদান দিয়েছেন।” দেবগণ যখন রাস্তা দিয়া যান, এক ব্যক্তি আসিয়া তাহাদের হাতে কতকগুলো রাঙ্গা ছাপান কাগজ দিয়া যাইল । তাহারা পাঠ করিয়া দেখেন, লেখা রহিয়াছে—নুতন পুস্তক, নুতন পুস্তক, নুতন পুস্তক, “সংসার সহচরী” মূল্য ৩২ টাকা—পৌষ মাস মধ্যে লইলে নিম্নলিখিত পুস্তকগুলি তৎসহ উপহার দেওয়া যাইবে। গোলকধাম ১ টাকা, রাধা বাই ॥•, মুক্তিতত্ত্ব ve, হারানিধি ১০, মহাভারতের সারসংগ্ৰহ দ%, রামায়ণী কীৰ্ত্তি ১ve, সৌভদ্রাহরণ ১le, বিষ্টি পড়ে অবিরত ॥১০, এক কলসী মধু ১ে০, শাদা মেঘে জল ॥•, আমারই চিন্তা ১৭•, প্রভাসমিলন ২০, আশালত ১\, হৈমস্তিক ধান্ত ২০, চোরা গরু ॥•, কম্পোজ শিক্ষা দ০ আরো ৩৬ খান উৎকৃষ্ট গ্রন্থ । নারা। মণিঅর্ডার নিয়ে কলা দেখাবে বুঝি ? বরুণ। না, পুস্তক দেবে ; কিন্তু যে নেবে, হাতে পেয়ে কেঁদে মরবে। উপহারের পুস্তকগুলি একপাতা—কোন খানি ছপাতা । মলাটে