ফলফলভা ૭૧a বিজ্ঞাপনে লেখামত মূল্য ফেলা থাকিবে এবং দুই পয়সা ডাকমাগুলে গ্রাহকের নিকট পহুছিবে । ব্ৰহ্মা। বরুণ! সম্মুখে ও সুন্দর বাড়ীটি কাহার ? বরুণ। মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের ৷ ইনি কলিকাতার একজন প্রধান লোক । ব্ৰহ্মা । এই বংশের বিষয় বল । বরুণ। ইহারা ভট্টনারায়ণের বংশোদ্ভব । বৈদ্যবংশীয় রাজা আদিশূর কনোজ হইতে যে পঞ্চ ব্রাহ্মণকে আনয়ন করেন, ভট্টনারায়ণ তন্মধ্যে একজন ৷ ইহঁার প্রণীত মুক্তি বিচার, প্রয়োগরত্ন, বেণীসংহার নাটক প্রভৃতি কতকগুলি পুস্তক আছে। এই বংশে হলায়ুধ জন্মগ্রহণ করেন। ইনি রাজা লক্ষ্মণসেনের মন্ত্রী ছিলেন। ইহঁর পুত্রের নাম বিভূ। বিভূর দুই পুত্র, মহেন্দ্র ও জ্ঞানেন্দ্র । মহেন্দ্রের পঞ্চম পুরুষ পরে রাজারাম জন্মগ্রহণ করেন। ইনি শ্রতিসিদ্ধান্ত পুস্তক প্রণয়ন করিয়াছিলেন। ইহার পর জগন্নাথ জন্মগ্রহণ করেন। ইনি রসগঙ্গাধর, ভামিনীবিলাস এবং রেখা গণিত প্রণয়ন করেন । ইহঁার পুত্রের নাম পুরুষোত্তম বিদ্যাবাগীশ । ইনি প্রয়োগরত্নমালা, মুক্তিচিন্তামণি, বিষ্ণুভক্তি কল্পলতা প্রভৃতি পুস্তক প্রণয়ন করেন । ইনিই প্রথমে পিরালী নামে খ্যাত হন। কেহ কেহ বলে— পিরালী নামক একজন মুসলমান আমিনের খাদ্য দ্রব্যের আভ্ৰাণ লওয়ায় ঐ উপাধি হয়। আবার কেহ কেহ বলে—ইনি র্যাহাকে জামাত করেন, সেই ব্যক্তি উক্ত আমিনের খাদ্য দ্রব্য লইয়া খাওয়ায় ঐ উপাধি হয় । পুরুষোত্তমের পুত্রের নাম বলরাম । ইনি প্রবোধ প্রকাশ নামক পুস্তক প্রণয়ন করেন। ইহঁার ৬ষ্ঠ পুরুষ পরে পঞ্চানন জন্ম গ্রহণ করেন এবং ইনিই কলিকাতায় আসিয়া ফোর্ট উইলিয়ম দুর্গের নিকট বাস করেন এবং ঠাকুর উপাধিতে বিখ্যাত হন। ইংরাজেরাও র্তাহাকে ঠাকুর বুলিয়৷ ডাকিত । ইহঁার পুত্রের নাম জয়রাম । ইহঁর সময় ইষ্টইণ্ডিয়া কোম্পানী
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।