কলিকাতা ৬৭৭ . প্রাপ্ত হন। কলেজ পরিত্যাগের পর ইনি প্রায় তিন বৎসর কাল ডি, এল, রিচার্ডসন সাহেবের নিকট ইংরাজী সাহিত্য শাস্ত্র অধ্যয়ন করিয়া ছিলেন । ইহার বাল্যকাল হইতেই ইংরাজী ও বাঙ্গাল। ভাষা রচনা করিবার ক্ষমতা ছিল । বাল্যকালে ইনি অনেক কবিতা লিখিয়া প্রভাকরে প্রকাশ করিয়াছিলেন। পঠদ্দশাতে ইনি সংস্কৃত শিক্ষা করিতে আরম্ভ করেন । পরে বিদ্যালয় পরিত্যাগের পর অনেক দিন ঐ ভাষার চর্চা করিয়াছিলেন। সঙ্গীত শাস্ত্রেও ইহার বিলক্ষণ দৃষ্টি ছিল । বেলগেছিয়ার বাগানে প্রথমে রত্নাবলী নাটকের অভিনয় কালে ইহঁ। কর্তৃক দেশীয় কনসার্ট বাস্তের প্রচলন হয় এবং ইনি নুতন রীতি বাহির করেন। ইনি ১৭।১৮ বৎসর বয়ক্রমকালে জমীদারি শাসনের কতক ভার পিতার নিকট হইতে প্রাপ্ত হন। তৎপরে ২৩|২৪ বৎসরে পিতৃবিয়োগ হওয়ায় সমস্ত বিষয়ভার নিজ হস্তে আসে। বিংশতি বৎসর বয়ঃক্রমকালে “স্বভাববর্ণন” নামক একখানি কবিতাগ্রন্থ প্রচার করেন। তদ্ভিন্ন ইহার প্রণীত আরও অনেক পুস্তক আছে। যথা –বিদ্যাসুন্দর নাটক, যেমন কৰ্ম্ম তেমনি ফল, বুঝিলে কি না, উভয় সঙ্কট। সংস্কৃত মালতীমাধব নাটক ইনিই বাঙ্গালাভাষায় অনুবাদ কবেন । গীতাভিনয় প্রথমে ইহঁার দ্বার প্রচলিত হয় । শকুন্তলা গীতাভিনয় ইনিই প্রথমে প্রণয়ন করিয়া ঐ পথ দেখান । পিতৃব্য y প্রসন্নকুমার ঠাকুরের অনুরোধে ভারতবর্ষীয় সভার অবৈতনিক সম্পাদকতা পদ গ্রহণ করেন । ইনি পাবলিক লাইব্রেরির মেম্বর, মিউজিয়মের ষ্ট্রষ্টি এবং জষ্টিস অব দি পিস ও অবৈতনিক মাজিষ্ট্রেটের পদ প্রাপ্ত হন এবং সার উইলিয়ম গ্রে সাহেবের সময় বাঙ্গালার ব্যবস্থাপক সভার সভ্য পদ প্রাপ্ত হন । তিনিই ইহাকে রাজা উপাধি প্রদান করিয়াছিলেন । সার জর্জ ক্যাম্বেল সাহেবের সময় পুনরায় ইনি উক্ত ব্যবস্থাপক সভার সদস্ত নিযুক্ত হন । ১৮৬৬ অব্দের দুর্ভিক্ষে ইনি প্রজাদিগকে ৪০ হাজার টাকা দান করায় গবর্ণমেণ্টের নিকট বিশেষ মুখ্যাতি
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।