পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন س۹bوا লাভ করেন। অন্তান্ত শুভ কার্য্যেও ইনি যোগদান করিয়া থাকেন। যথা –কেশবচন্দ্র সেনের আলবার্ট হল, ডাক্তার সাহেবের বিজ্ঞান সভার ইনি ট্রষ্টি এবং নেটিভ হাসপাতালের গবর্ণার পদে নিযুক্ত আছেন। দিল্লীর দরবারে ইনি মহারাজ উপাধি লাভ করেন । ৫ ইন্দ্র। রাজা সৌরীন্দ্রমোহন ঠাকুরের বিষয়ও বল । বরুণ। ইনি ১৮৪০ সালে জন্মগ্রহণ করেন। প্রথমে হিন্দু কলেজে অধ্যয়ন করিয়াছিলেন। ১৮৫৭ সালে ইহঁার প্রণীত ভূগোল ও ইতিহাস ঘটিত বৃত্তান্ত ছাপা হয়। ইহার যখন ১৫ বৎসর বয়ঃক্রম, তখন মুক্তাবলী নাটক প্রকাশ করেন। সৌরীন্দ্রমোহন অত্যন্ত পক্ষা ভাল বাসেন । ইনি ক্ষেত্রমোহন গোস্বামীর নিকট বেহালা শিক্ষা করেন ও কালিদাসের মালবিকাগ্নি মিত্র নাটক বাঙ্গালা ভাষায় অনুবাদ করেন । এই মহাত্মা সঙ্গীত সম্বন্ধীয় পুস্তক নানা দেশ হইতে সংগ্ৰহ করিয়াছিলেন—যাহা হইতে ক্ষেত্রমোহন গোস্বামীর সঙ্গীতসার নামক পুস্তক প্রচার হইয়াছে। সৌরীন্দ্রমোহন বিপুল অর্থ ব্যয়ে চিৎপুর রোডে একটী সঙ্গীত বিদ্যালয় স্থাপন করিয়াছেন। ১৮৮০ সালে ইনি রাজা উপাধি প্রাপ্ত হন । ইন্দ্র। বরুণ ! ও দিকের বাড়ীটি কাহার ? বরুণ। দেওয়ান রামলোচন ঘোষের । ইনি লেডি হেষ্টিংসের দেওয়ান ছিলেন। ঐ কৰ্ম্ম করিয়া বিপুল অর্থ উপার্জন করেন। রামলোচন ঘোষের তিন পুত্র। শিবনারায়ণ, দেবনারায়ণ ও আনন্দনারায়ণ । দেবনারায়ণের পুত্রের নাম খেলচন্দ্র ঘোষ। ইনি দয়া, দাক্ষিণ্য ও দানের জন্য বিখ্যাত । ইহার পুত্রের নাম আনন্দনারায়ণ ধৰ্ম্মতলার আনন্দ বাজারের ইনিই মালিক।

  • ১৯১৮ খৃষ্টাব্দে ইহঁর মৃত্যু হইয়াছে। ইনি স্বীয় ভ্রাতু-পুত্র মহারাজ প্রস্তোতকুমার ঠাকুরকে পোষ্মপুত্র রূপে গ্রহণ করেন। ইনিই এক্ষণে যতীন্দ্রমোহনের সমস্ত বিষয়ের উত্তরাধিকারী হইয়াছেন।— সম্পাদক ।