পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ՆԳՏ এখান হইতে যাইয়া দেবরাজ কহিলেন, “বরুণ ! এ বাড়ীটি কাহার ?” বরুণ। রাজা মুখময়ের । ইন্দ্র। ইহার বিষয় বল । বরুণ। রাজা সুখময় পরম হিন্দু ও দাতা ছিলেন। ইনি জীক্ষেত্রের যাত্রীদিগের সুবিধার জন্ত একলক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে কটক রাস্তা নিৰ্ম্মাণ করিয়া দেন । ইনি ইংরাজ গবর্ণমেণ্টের ও দিল্লীশ্বরের নিকট হইতে রাজা বাহাদুর উপাধি প্রাপ্ত হইয়াছিলেন । ইহার তৃতীয় পুত্রের নাম রাজা বৈদ্যনাথ । ইহাকে লর্ড আমহারেষ্ট রাজা বাহাদুর উপাধি প্রদান করেন। ইনিও অত্যন্ত ধাৰ্ম্মিক ও দাতা ছিলেন। ইনি হিন্দু কলেজে ৫০ হাজার টাকা, কাশীপুর গন ফাউণ্ডারিতে ৪০ হাজার টাক, নেটিভ ফিমেল এডুকেশন ফওে ২০ হাজার টাকা, কৰ্ম্মনাশা নদীর উপর ব্রিজ নিৰ্ম্মাণার্থ ৮ হাজার টাকা, লণ্ডন জিওলজিকেল সোসাইটতে ৬ হাজার টাকা দান করিয়াছিলেন । ইহঁার পুত্র কুমার কালীকৃষ্ণ রায় বাহাদুর চিৎপুর হাসপাতালে এককালীন দুই হাজার পাঁচ শত টাকা ও মাসিক একশত টাকা চাদ দিয়া থাকেন। এখান হইতে দেবগণ কিয়ৎ দূরে যাইয়া দেখেন একটা লোক অতি দ্রুতবেগে আসিতেছে। তাহার পরিচ্ছদাদি নিতান্ত মন্দ নহে, মস্তকে একটু সিথিও আছে। লোকটা দেবগণের নিকট আসিয়া একবার উদ্ধ দৃষ্টি করিল, এবং কহিল, “সৰ্ব্বনাশ ! আহারান্তে একটু শয়ন করিয়া নিদ্র যাওয়ায় বেলাটা একেবারে শেষ করিয়া ফেলিয়াছি।” ঐ ব্যক্তি চলিয়া ঘাইলে দেবরাজ কহিলেন, “বরুণ ! ও লোকটা কে ?” বরুণ। উনি একজন মোসাহেব । ইন্দ্র । মোসাহেব কি ? এবং ইহাদের কাজই বা কি, বিশেষ করিয়া বল । বরুণ । মোসাহেব শব্দের প্রকৃত অর্থ স্তাবক। ইহাদের কাজ ধনী