"ক্ষতা WybrᏱ পিতার সহিত সাক্ষাৎ করিবার অভিলাষ জানাইলে তিনি আসিতে নিষেধ করিয়াছিলেন। পিতৃবিয়োগের পর পৈতৃক বিষয়ের উত্তরাধিকারী হইবার জন্য জ্ঞানেজমোহন অনেক মকদ্দম করেন, শেষে হাইকোর্টের বিচারে স্থির হয় যে, যতীন্দ্রমোহনের অবর্তমানে জ্ঞানেক্ৰমোহন পৈতৃক বিষয়ের উত্তরাধিকারী হইবেন । এথান হইতে যাইয়া সকলে বীডন গার্ডেনের মধ্যে প্রবেশ করিয়া একখানি বেঞ্চে উপবেশন করিলেন, এবং পরস্পরে গল্প করিতে আরম্ভ করিলেন। দেবরাজ কহিলেন, “কলিকাতায় দেখিতেছি, অনেকগুলি নন্দনবন আছে। এ বাগানটীর নাম কি বরুণ ?” বরুণ । ইহার নাম বীডন গার্ডেন। ছোট লাট বীডন সাহেবের সময়ে এই বাগানটী নিৰ্ম্মিত হওয়াতে র্তাহার নামানুসারে ইহাৰ নাম হইয়াছে। এখানে সন্ধ্যার প্রাক্কালে কলিকাতার অনেক বড় বড় লোক ভ্রমণ করিতে আসিয়া থাকেন। মধ্যে মধ্যে বাবু কেশবচন্দ্র সেন, কালী খ্ৰীষ্টান এবং পাদরি ম্যাকডনাল্ড সাহেব এখানে আসিয়া বক্তৃতা করিয়া থাকেন। . বাগান হইতে বাহির হইয়া সকলে বাসার অভিমুখে চলিলেন। যাইতে যাইতে বরুণ কছিলেন, “সম্মুখে দেখুন ছাতু বাবুর বাট । ইহঁর পিতা রামদুলাল সরকার চিরস্মরণীয় লোক ছিলেন ।” “রামদুলাল সরকার বিষয় করিয়া যান, কিন্তু তাহার পুত্র ছাতু বাবু, বাবুগিরি দ্বারা সেই সমস্ত বিষয় নষ্ট করিয়াছেন। র্তাহার ভ্রাতা নাটু বাৰু বিষয়কার্য্যে বড় দক্ষ ছিলেন । জ্যেষ্ঠের স্তায় তাহার বাবুগিরি ছিল না। তিনি উভয় ভ্রাতার বিষয় রক্ষার বিস্তর চেষ্টা পাইয়াছিলেন, কিন্তু সম্যকৃরূপে কৃতকাৰ্য্য হইতে পারেন নাই। তবে তাহার জ্যেষ্ঠের সম্পত্তি যেরূপ নষ্ট হইয়াছে, তাহার নিজ অংশের সম্পত্তি সেরূপ নষ্ট হয় নাই।” ব্ৰহ্মা । সংক্ষেপে আমাকে রামদুলাল সরকারের জীবনচরিত বল । বরুণ। দমদমার অনতিদূরস্থ রেকৃজানি গ্রামে ইনি জন্মগ্রহণ করেন ।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।