পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮২ দেবগণের মৰ্ত্তে আগমন ইহঁর পিতার নাম বলরাম সরকার। বাল্যকালে ইহঁর পিতৃমাতৃবিয়োগ হওয়ায় কলিকাতায় মাতামহীর নিকট বাস করিতেন । ইহঁার মাতামহী কলিকাতায় মদন দত্তের বাড়ীতে পাচিক ছিলেন। রামদুলাল ঐ বাড়ীতে থাকিয়া বিদ্যাশিক্ষা করেন এবং বুদ্ধিবলে অচিরাৎ একজন সুলেখক ও মুহুরি হইয়া উঠেন। প্রথমে রামদুলাল পাঁচ টাকা বেতনে উক্ত মদন দত্তের অধীনে একটী বিলসরকারের কৰ্ম্ম পান ; কিন্তু তাহার কার্য্যদক্ষত৷ দেখিয়া উক্ত মদন দত্ত র্তাহাকে একটী শিপসরকারের কার্য্যে নিযুক্ত করিয়া দেন । এই কৰ্ম্ম করিতে করিতে এক সময় রামদুলাল টাল কোম্পানীর বাড়ী হইতে চোঁদ হাজার টাকা মূল্যে মদনমোহন দত্তের নামে একখানি জলমগ্ন জাহাজ নীলামে খরিদ করেন। ঐ জাহাজের মালিক পরিশেষে চোঁদ হাজার টাকার উপর এক লক্ষ টাকা দিয়া নিজ জাহাজ ফিরাইয়া লন। এই জাহাজ রামদুলাল নিজ প্রভুর অনভিমতে খরিদ করেন ; কিন্তু সমস্ত টাকা লইয়া গিয়া প্রভুর চরণে অৰ্পিত করিয়াছিলেন । মদনমোহন ইহাতে সন্তুষ্ট হইয়া সমস্ত টাকা রামদুলালকে দিলেন। ঐ লক্ষ টাকাই ইহার সৌভাগ্যের মুল । ঐ টাকায় ব্যবসা করিয়া এত বৃদ্ধি করেন যে, মুত্যুকালে এক কোটা, তেইশ লক্ষ টাকা রাথিয়া গিয়াছিলেন। ইনি বিলক্ষণ দাতা ছিলেন। মান্দাজ দুভিক্ষে এক লক্ষ, হিন্দু কলেজ প্রতিষ্ঠা কালে তিন হাজার এবং প্রত্যহ প্রায় ক্ষুদ্র ক্ষুদ্র দানে ৭০ টাকা করিয়া ব্যয় করিতেন ; তদ্ভিন্ন চারি শত আন্দাজ দরিদ্র প্রতিবেশীকে প্রত্যহ আহার দিতেন। ইনি দরিদ্র ব্যক্তিদিগের যথেষ্ট সাহায্য করিতেন ; এমন কি তাহাদের কাহার কি কষ্ট আছে, তাহার অনুসন্ধান জন্ত চাকর পৰ্য্যন্ত নিযুক্ত করিয়াছিলেন । ইহঁার প্রতিষ্ঠিত বেলগাছিয়ার অতিথিশালায় অদ্যাপি সহস্ৰ সহস্ৰ লোক অল্প পাইতেছে! ইনি ২২২০০০ দুই লক্ষ বাইশ হাজার টাকা ব্যয়ে কাশীতে ত্রয়োদশটা শিবমন্দির স্থাপন করিয়া দিয়াছেন । ১২১৩ সালে ৭৩ বৎসর বয়ঃক্রম কালে ইহঁার মৃত্যু হয়।