পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা Wとb"○ মৃত্যুকালে ইনি দুই পুত্র এবং পাচ কন্ত। রাখিয়া যান। ইহার শ্রান্ধে পাঁচ লক্ষ টাকা ব্যয় হইয়াছিল। ইন্দ্র। বরুণ, সম্মুখে হাতীর আস্তাবলের মত ও দুটা কি দেখা যাইতেছে ? বরুণ। ও দুটি নাটকাভিনয়ের ঘর। ইন্দ্র। বাঙ্গালার নাটক কিরূপ? নাটকাভিনয় দ্বারা বোধ হয় দেশের যথেষ্ট উপকার সাধিত হইতেছে ? বরুণ। প্রথমে লোক ভাবিয়াছিল, ইহা দ্বারা যথেষ্ট উপকার হইবে । কিন্তু এক্ষণে দেখা যাইতেছে, উপকার না হইয়া বরং দিন দিন বিষময় ফল ফলিতেছে। পূৰ্ব্বে শিক্ষিত লোক নাটক প্রণয়ন করিতেন, এক্ষণে কতকগুলি অশিক্ষিত বা অৰ্দ্ধশিক্ষিত ব্যক্তি দুই পয়সা উপার্জনের আশায় ছাই ভস্ম লিখিতেছে । * তাহাদের গ্রন্থে নাটকীয় কোন গুণই লক্ষিত হয় না ; আছে কেবলু কদৰ্য গান ও কুৎসিত এয়ারকি। অপরিণতবুদ্ধি যুবকের এই সকল নাটকের অভিনয় দর্শনে উৎসন্ন যাইতেছে। দুই একটি সন্ত্রাস্তবংশীয় যুবক এই থিয়েটারের নেশায় একেবারে নষ্ট হইয়াছে। আজ দেখিতেছি, মেঘনাদবধের অভিনয় হইবে । অতএব সন্ধ্যার পর তোমাদিগকে অভিনয় দেখিতে লইয়া আসিব । বাসায় যাইয়া দেবতারা পদপ্রক্ষালন ও সন্ধ্যা আহ্নিক সারিয়া অভিনয় দেখিতে চলিলেন । র্তাহার রঙ্গভূমে প্রবেশ করিয়া দেখেন, দর্শকে স্থান পরিপূর্ণ হইয়া গিয়াছে। ২১টি দর্শক মদ্যপান করিয়া আসিয়া মুখের দুর্গন্ধ ঢাকিবার জন্ত ছোট এলাচ চিবাইতেছে। বরুণ কহিলেন, “সম্মুখে

  • সুখের বিষয় আজকাল বাৰু দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদপ্রসাদ বিভাবিনোদের স্বায় দুই একজন শিক্ষিত ব্যক্তি নাটক লিখিতেছেন। বাবু গিরিশচন্দ্র ঘোষ ও অমৃতলাল বস্বর দ্বারা বাঙ্গালা রঙ্গমঞ্চের অনেক উন্নতি সাধিত হইয়াছে—সম্পাদক।