b-8 দেবগণের মর্ত্যে আগমনئا ঐ যে পরদ টাঙ্গান রহিয়াছে, উহ। তুলিলেই ভিতরে মুন্দর অট্টালিক, দেবমন্দিব, পুষ্পোপ্তান প্রভৃতি দেখিতে পাইবেন ।” উপ। বরুণ কাক, ঐ পরদাটা তুল্লেই বাগান, পুকুর হবে। কেমন ক’রে করবে ? অভিনয়ের বিলম্ব দেখিয়া দর্শকগণ গল্প আরম্ভ করিয়াছেন। একজন অপরের কানে কানে কি বলিতেছেন, শ্রোতা তৎশ্রবণে দাত বাহির করিয়া হাসিতেছেন । কোন সৌখীন বাবু গ্রীষ্ম বোধ হওয়াতে তালবৃন্তে বাতাস খাইতেছেন, এবং ছোট ছোট যে ছেলে মেয়েগুলিকে সঙ্গে আনিয়াছেন "ঘুম পাবে না ত ?” বলিয় তাহাদিগকে জিজ্ঞাসা করিতেছেন, অভিনেতাদের মধ্যে ২১ জন প্যানটুলান চাপকান গাত্রে এবং টুপি মাথায় ঘুরিয়া বেড়াইতেছেন। উপ কহিল, “ঠাকুর কাক, ঐ লোকগুলো কি নকিব সাজিবে ?” এই সময় ঐক্যতান বাদন আরম্ভ হইল। লোকগুলো নিস্তব্ধ হইয়া শুনিতে লাগিল। তৎপরে সোত করিয়া যেমন পবদ উঠিয়াছে, দেবগণ আশ্চর্য্যের সহিত দেখেন, সভামধ্যে লঙ্কাধিপতি রাবণ পাত্রমিত্র-পরিবেষ্টিত হইয়। বীরবাহুর শোকে বিলাপ করিতেছেন–র্তাহার দুই চক্ষু দিয়া দরদরিত ধারা বহিতেছে। যেমন পর্দ উঠিল, সেই সঙ্গে উপও উঠিয়৷ দাড়াইল । ব্ৰহ্মা । আহা ! যেমন সাজ, তেমনি কথাবাৰ্ত্তা। উপ । কৰ্ত্ত জেঠ, ওরা কি চোখে লঙ্কা দিয়ে জল বার ক’বৃছে ? এই সময় বীরবাহুজননী আলুলায়িত কেশে পাগলিনীর মত আসিয়া “নাথ ! আমার বীরবাহু, প্রাণাধিক বীরবাহু কই ? বলিয়া কপালে করাঘাত ও বিলাপ করিতে করিতে বমি করিয়া ফেলিলেন । তখন রাবণ কহিলেন, “মন্ত্রিগণ, প্রেয়সীকে গৃহে লইয়া যাও, উনি শোকে বড় বমি ক’রেছেন।”
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।