কলিকাতা veఫె> জাত থাকে না কি উপায়,” “বামাতোষিণী,” “রামরঞ্জিকা, “আধাত্মিক” এবং রামকমল সেন ও কোলসওয়াদিগ্ৰাণ্ট সাহেবের জীবনচরিত লেখেন। সঙ্গীতশাস্ত্রে ইহঁার বিশেষ বুৎপত্তি ছিল । ইহঁার স্মরণার্থে মেটকাফ হলে একখানি অয়েল পেটিং ও টাউন হলে এক প্রস্তরমূৰ্ত্তি স্থাপিত হইয়াছে। দেবগণ মেছুয়াবাজার রাস্তা দিয়া যাইতেছিলেন, এমন সময় বীণ! থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন । ইন্দ্র । বরুণ ! এ থিয়েটার কাহার ? বরুণ। থিয়েটারটা পূৰ্ব্বে কবিবর শ্ৰীযুক্ত রাজকৃষ্ণ রায় মহাশয়ের ছিল । ইহঁার অবসর সরোজিনী” প্রভৃতি কতকগুলি ভাল ভাল কবিতা পুস্তক আছে । ব্ৰহ্মা । ভাল বরুণ, রাজকৃষ্ণ বাবু একজন উচ্চদরের কবি হইয়। আবার থিয়েটার করিলেন কেন ? বরুণ। আজ্ঞে, ইনি বেঙ্গল থিয়েটারে প্রহ্লাদচরিত্র প্রভৃতি উৎকৃষ্ট উৎকৃষ্ট পুস্তক লিখিয়া দিয়া তাহদের যেমন গৌরব বৃদ্ধি করেন, তাহার তাহার তাদৃশ সম্মান রক্ষা না করায় বীণা থিয়েটারের জন্ম হয়। ব্ৰহ্মা। রাজকৃষ্ণ রায়ের বিষয় বল ? বরুণ। বৰ্দ্ধমান জেলার অন্তর্গত রামচন্দ্রপুর নামক একটী ক্ষুদ্র পল্লীতে ইহঁর জন্ম হয় । ইহার পিতার নাম রামদাস রায়। জাতিতে তিলি। তিনি নিতান্ত দরিদ্র ছিলেন । রাজকৃষ্ণ অতি শৈশবে পিতৃমাতৃহীন হন। ইহঁার আত্মীয় স্বজন কেহই ছিল না ; সুতরাং শৈশবেই অত্যন্ত দুঃখে পতিত হন এবং পরের অনুগ্রহে সামান্ত মাত্র লেখা পড়া শিক্ষা করেন । বাল্যকাল হইতেই ইহার কবিতা লেখা অভ্যাস থাকায় অনেকগুলি সংবাদপত্রে কবিতা লিখিতেন, শেষে ১২ টাকা বেতনে । কলিকাতার একটা ছাপাখানায় ইহঁার কৰ্ম্ম হয়। ঐ টাকা হইতে কিছু , কিছু সঞ্চয় করিয়া স্বয়ং প্রেস করেন এবং অবসর সরোজিনী প্রথম ও
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।