পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nసెఫి দেবগণের মর্ত্যে আগমন দ্বিতীয় ভাগ, নিশীথ চিন্তা, হিরন্ময়ী কিরথায়ী প্রভৃতি উপন্যাস ও পদ্যানুবাদ রামায়ণ ও মহাভারত এবং তারকসংহার, হরধমুভঙ্গ, তরণীসেন বধ, প্ৰহলাদচরিত্র প্রভৃতি নাটক লেখেন । ১৩০০ সালের ২৮ ফাঙ্কন রবিবার ইহঁর মৃত্যু হইয়াছে। দেবগণ একস্থানে উপস্থিত হইয়া কহিলেন, “বা ! বেশ কীৰ্ত্তন গাইছে ।” নারায়ণ কহিলেন, “অনেকগুলো মাগীর গলা, বোধ হয় সম্মুখের এই বাড়ীটেতে শ্ৰাদ্ধ আছে।” বলিয়া, সকলে উপরে উঠিয়া দেখেন, মধ্যস্থলে বেদীব উপর এক ব্যক্তি চক্ষু মুদ্রিত করিয়া বসিয়া আছেন। র্তাহার দুই পাশ্বের বেঞ্চিতে কতকগুলি স্ত্রীলোক এবং সম্মুখের বেঞ্চিগুলিতে পুরুষের চক্ষু মুদ্রিত করিয়া বসিয়া আছে। রবিবার সুতরাং বিস্তর কলেজের ছেলে স্ত্রীলোকদিগের বেঞ্চির নিকট গিয়া বসিয়াছে । তাহাদের চক্ষু মুদ্রিত নহে, কেবল এক দৃষ্টে চাহিয়া দেখিতেছে ও মধ্যে মধ্যে চিমটি কাটিতেছে ; কেহ কেহ ভাবিতেছে—ব্রান্ধ হ’লে হয়। ইন্দ্র। বরুণ ! এ ত শ্রাদ্ধবাড়ী নয় ? এ স্থানের নাম কি ? বরুণ। এ স্থানের নাম সাধারণ ব্রাহ্ম সমাজ । কেশবচন্দ্র সেন কুচবেহারে মেয়ের বে দেওয়াতে কতকগুলি ব্রাহ্ম তাহার সমাজ পরিত্যাগ করিয়া আসিয়া এই সমাজ নিৰ্ম্মাণ করে । এ সমাজটা কেশবসেনের ভাঙ্গা দল । ব্ৰহ্মা। কেশব সেন রাজজামাত করায় কি ব্রাহ্মের হিংসাতে র্তার দল ছেড়ে এলো ? বরুণ। আজ্ঞে না—ব্রাহ্মের কুচবেহারে বিবাহ দিতে নিষেধ করে, কেশববাবু সে কথা শোনেন নাই, এই সুত্রে মনোমালিন্ত হওয়ায় অনেকে চ’টে চলে আসেন । - ইন্দ্র । আচ্ছা–কুচবেহারের রাজা হচ্চেন কেঁচি,তাহার কলিকাতার একটা বৈপ্তের মেয়ে বে করবার ইচ্ছা হ’ল কেন ?