পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা । \גאטאיט বরুণ। মুত্র ও দেখতে শুনতে ভাল, সভ্য ভবা, লেখা পড়া জান। স্ত্রী কার না ইচ্ছা হয় ? ব্ৰহ্মা। ও সব যাকৃ–বরুণ, কেশব সেনের সমাজ ও এ সমাজে প্রভেদ কি ? বরুণ। প্রভেদ বড় বেশী । এ সমাজে বাঙ্গালের ভাগ বেশী আর স্ত্রী পুরুষ একত্র উপাসনা করে । স্ত্রীলোকদিগের প্রকাশু স্থানে বসিয়া উপাসনা করার প্রথা উকীল দুর্গামোহন দাস প্রচলিত করেন। ব্ৰহ্ম । দুর্গামোহন দাসের বিষয় বল । বরুণ । ১২৪৮ সালে ইনি বিক্রমপুরের অন্তর্গত তেলিরবাগ নামক গ্রামে জন্মগ্রহণ করেন । ১২৬৪ সালে ১৬ বৎসর বয়সে প্রদর্শনী বৃত্তি লইয়া কলিকাতা প্রেসিডেন্সি কলেজে প্রবেশ করেন। ১২৬৭ সালে ইনি ব্যবস্থাপক শাস্ত্রের পরাক্ষায় উত্তীর্ণ হইয়া হাইকোর্টে ওকালতি করিতে আরম্ভ করেন । ইহার পর ইনি গবর্ণমেণ্টের উকীল হইয়া বরিশাল যান ও তথায় বিস্তর টাকা উপার্জন করেন। ১২৭১ সালে ইহার যত্নে বরিশালে ছুইটী কায়স্থ বিধবার বিবাহ হয় । এই বিবাহের কিছু পূৰ্ব্বে কলিকাতায় ইহার বিমাতারও বিবাহ হইয়া যায়। বরিশালে ইহঁর যত্নে একটি ব্রাহ্ম সমাজ স্থাপিত হয় । ১২৭৬ সালে ইনি কলিকাতায় আসিয়া হাইকোর্টে ওকালতি করেন । ইনি অত্যন্ত দাতা এবং স্ত্রীশিক্ষার প্রতি ইহার বিশেষ যত্ন । ইনি ভারতসভার একজন প্রধান সাহায্যকারী। ব্ৰহ্মা। সাধারণ ব্রাহ্ম সমাজে ভাল ভাল লোক কে আছে ? বরুণ। শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী ইত্যাদি। শিবনাথ শাস্ত্রীর জন্মস্থান, মজিলপুর, পিতার নাম হারানন্দ ভট্টাচাৰ্য্য। শিবনাথ সংস্কৃত কলেজের এম, এ,—ইনি মুখ ঐশ্বৰ্য্য যাহা কিছু ব্ৰাহ্মসমাজে দিয়াছেন এবং ব্রাহ্মসমাজ নিয়াই ব্যতিব্যস্ত আছেন । ইনি অনেকগুলি পুস্তক রচনা করিয়াছেন, যথা—নিৰ্ব্বাসিতের বিলাপ, পুষ্পমালা, গৃহস্থধৰ্ম্ম,