পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা \6פט: গোরাচাদ দত্ত বাবুগিরিতেই বিষয় নষ্ট করেন। এত বড় বাড়ী কলিকাতায় মধ্যে কাহারও নাই। বাটীর ভিতর বাগান পুকুর প্রভৃতি আছে। আর একটু সোজা যাইলে ঠনঠনেতে যাওয়া যায়।” ব্ৰহ্মা। বরুণ! আমাকে স্বর্গাচরণ লার বিষয় বল । বরুণ। ইহঁার পিতার নাম প্রাণকৃষ্ণ লা। ইহঁাদের আদি বাস চুচুড়ায়। প্রাণকৃষ্ণ লা একজন বিখ্যাত সদাগর ও সন্ত্রান্ত লোক ছিলেন। দুর্গাচরণ ল ১৮২৩ সালে জন্মগ্রহণ করেন । ইনি হিন্দুকলেজে বিদ্যা শিক্ষা করিয়াছিলেন । বিদ্যালয় ছাড়িয়া ইনি বাণিজ্য ব্যবসা আরম্ভ করেন। এক্ষণে ব্যবসার দ্বারায় যথেষ্ট সন্ত্রম ও বিষয় করিয়াছেন । কলিকাতার এমন ইংরাজ বাণিজ্যাগার নাই, যাহার ইনি বেনিয়ান নহেন। বাঙ্গালির মধ্যে একমাত্র ইনি পোট কমিসনারের পদ পাইয়াছেন । ইনি 'জসটিস অব দি পিস, ফেলে অব দি ইউনিভারসিটি, মেওহাসপাতালের গবর্ণর এবং বেঙ্গল নেটিভ কাউন্সেলের মেম্বর । ইহঁার ভ্রাতার নাম শুামাচরণ ল। দুর্গাচরণ লা কলিকাতা ইউনিভারসিটিকে ৫০ হাজার টাকা দান করিয়াছেন। ইনি গবর্ণমেণ্ট কর্তৃক মহারাজ উপাধি প্রাপ্ত হইয়াছেন। নারা। ঠনঠনে কিসের জন্ত বিখ্যাত ? বরুণ । পুস্তক ও চটজুতার দোকান এবং অমুক ঘোষের জন্ত বিখ্যাত । এখান হইতে মেছুয়াবাজার ষ্ট্রীট দিয়া রাজা দিগম্বর মিত্রের বাটীর নিকট উপস্থিত হইলে পিতামহ কহিলেন, “এ বাড়ীটি কাহার ?” বরুণ। রাজা দিগম্বর মিত্রের। ইন্দ্র। তুমি আমাদিগকে এই রাজার বিষয় সংক্ষেপে বল। বরুণ। ইনি ১২৯৩ সালে কোন্নগরে জন্মগ্রহণ করেন। ইহার পিতার নাম শিবচন্দ্র মিত্র । ইনি ৮৯ বৎসর বয়ঃক্রমকালে কলিকাতায় আসিয়া ইংরাজী শিক্ষা করিতে আরম্ভ করেন । ইনি প্রথমে হেয়ার