Seఫి\9 দেবগণের মর্ত্যে আগমন স্কুলে, পরে হিন্দু কলেজে অধ্যয়ন করিয়াছিলেন। ১৯ বৎসর বয়ঃক্রমকালে ইনি মুরশীদাবাদ নিজামত কলেজের শিক্ষক নিযুক্ত হন। তৎপরে রাজসাহীর কালেক্টরির প্রধান কেরাণী হইয়া যান। ইহার কিছু দিন পরে মুরশীদাবাদের খাসমহল বন্দোবস্তের ভার প্রাপ্ত হন। ইহার পর কাশীমবাজারের রাজা কৃষ্ণনাথ রায়ের বিষয় সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত হইয়াছিলেন। উক্ত রাজ৷ ইহঁাকে কতকগুলি টাকা দেন । ঐ টাকায় ইনি নিজের উপাজ্জিত টাকা যোগ করিয়া মুর্শীদাবাদে একটি রেসমের ও কোয়ার কারবার খুলেন। এই ব্যবসায়ে ইনি বিলক্ষণ লাভবান হইয়া তিনটী রেসমের কুঠি চালাইতে থাকেন। ইহার পর ইনি ছাপ রা জেলায় ছুটী নীলের কুঠি ক্রয় করিয়াছিলেন । এইরূপে বাণিজ্য দ্বারা ইনি যথেষ্ট সঙ্গতি করিয়া জমীদারি খরিদ করেন এবং কলিকাতায় বাস করেন। ১৮৫১ অবো ব্রিটিশ ইণ্ডিয়ান এসোসিয়েসন সভা সংস্থাপিত হইলে প্রথমে ইনি ঐ সভার সভ্য এবং পরে অবৈতনিক সহকারী সম্পাদকের পদ প্রাপ্ত হন। ইহার পর ইনি এই সভার সভাপতি নিযুক্ত হইয়াছিলেন। ১৮৬৪ অব্দে ম্যালেরিয়া জরের কারণ অনুসন্ধানার্থ যে কমিসন নিযুক্ত হয়, ইনি সেই সভার সভ্য ছিলেন। ১৮৬৫ অব্দে ইনি বাঙ্গালী ব্যবস্থাপক সভার সভ্য নিযুক্ত হন। ইনি এ প্রদেশীয় দাতব্য সভার সভ্য ছিলেন। ইনি বাটতে ৫-৬• জন দরিদ্র ছাত্রকে রাখিয়া প্রতিপালন করিতেন । এই উপলক্ষে মাসিক প্রায় ২৩ শত টাকা ইহঁার ব্যয় হুইত । ১৮৪৬ অব্দে গবর্ণমেণ্ট হইতে ইহঁাকে সি, এস, আই এবং দিল্লীর দরবারে রাজা উপাধি দেওয়া হইয়াছিল ; কিন্তু ইহঁাকে রাজা উপাধি বেশীদিন ভোগ করিতে হয় নাই । ব্ৰহ্মা । সকলই অদৃষ্ট ! এখান হইতে যাইয় তাহার একটা সমাজগৃহের মধ্যে প্রবেশ করিলেন । পিতামহ কছিলেন, “এ স্থানের নাম কি বরুণ ?” বরুণ। ইহার নাম ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ । মহর্ষি দেবেন্দ্রনাথ
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।