পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ৬৯৭ ঠাকুরের সহিত বাবু কেশবচন্দ্র সেনের মতের বিরোধ হইলে, তিনি ঐ দল হইতে স্বতন্ত্র হইয়া ১৭৮৮ শকে এই সমাজটা সংস্থাপন করেন। ১৭৯১ শকে এই সমাজ মন্দিরটা প্রতিষ্ঠিত হইয়াছে। ১২৭৭ সালে ব্রাহ্মমন্দিরের প্রকান্ত স্থানে ব্রান্ধিকাদিগকে বসিবার আসন প্রদান করা হয় । ইন্দ্র । আদি ব্রাহ্মসমাজ এবং ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে প্রভেদ কি ? বরুণ। এ সমাজে পৈতাফেলা ও দাড়ি রাখা ব্রাহ্ম না হক্টলে প্রবেশমুমতি নাই । দাড়ি দেখেই সেনের দল চিনিতে পারা যায় । তদ্ভিন্ন ইহার হরিনাম সংকীৰ্ত্তন করিয়া থাকেন। নারা । এ সমাজটা ত বেস । ইন্দ্র । বেস না হবে কেন, এরা যে দুকুল রাখচেন । বরুণ । দুকুল নয়, এরা আজকাল বেদ, কোরাণ, বাইবেল, সকল কুলই রাখচেন । শেষকালে যে কুলে গিয়ে কিনারা হয়। ব্ৰহ্ম । বরুণ ! কেশবচন্দ্র সেনের জীবনচরিত বল । বরুণ। ইনি ১৮৩৮ অর্থে কলিকাতায় জন্মগ্রহণ করেন। ইনি রামকমল সেনের পৌত্র এবং প্যারীমোহন সেনের পুত্র। ইহঁর অল্প বয়সে পিতৃবিয়োগ হওয়ায় বিধবা মাতার সহিত বাল্যকাল হইতে নিরামিষ থেয়ে খেয়ে ইহার আমিষ ভোজনের প্রতি বিদ্বেষ জন্মিয়া গিয়াছে । ইনি বাল্যকাল হইতে হিন্দু কলেজে বিদ্য শিক্ষা করিয়াছিলেন। ১৮৫৫ অব্দে ইনি কলুটোলায় একটি নাইট্‌ স্কুল স্থাপিত করিয়া নিজে তাহার সম্পাদক হন । ইহার পর ইনি গুড় উইল ফাটার্ণিটি নামক এক সভা স্থাপন করেন । এই সময় হইতে ইহঁার বক্তৃত করা অভ্যাস হইতে থাকে । ইনি কলেজ পরিত্যাগের পর ২৫ টাকা বেতনে টাকশালে একটা কেরাণীগিরি কৰ্ম্ম পাইয়াছিলেন। এই সময় হইতে ইহঁার ধৰ্ম্মতৃষ্ণ প্রবল হয় এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সহিত যাইয়া আলাপ করেন । ১৮৫৯ অব্দে ইনি উক্ত ঠাকুরের সহিত সিংহল যাত্র করেন এবং তথা হইতে প্রত্যাগমন করিয়া ২৫ টাকা