পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rশলফতা &సెసె সংস্থাপিত করেন। এই সময় এক পয়সা মূল্যের স্থলভ সমাচার প্রচার হয়। ঐ পত্র এই সভার অধীনে আছে। এই সময় ইণ্ডিয়ানমিরার দৈনিক আকারে হয় । ইনি আলবার্ট হল নামক একটি দালান প্রস্তুত করিয়া কলিকাতার বাঙ্গালীদিগের বিশেষ অভাব মোচন করিয়াছেন । বাঙ্গালী ভাষায় ইছার বিলক্ষণ অধিকার ছিল । ইনি বাঙ্গালী ভাষার শ্ৰীবৃদ্ধিকারীদিগের একজন অগ্রগণ্য। কয়েক বৎসর পূৰ্ব্বে ইনি কুচবেহারের বালক মহারাজের সহিত নিজ কন্যার বিবাহ দেন। ঐ বিবাহের পর হইতে ইনি বড় অন্যায় করিতেছিলেন—কখন বলেন “ঈশ্বর শিওরে বসিয়া আদেশ দিলেন।” কখন বলেন মক্কা হইতে মহম্মদ দেখা করিতে আসিয়াছিলেন এবং যিশুখৃষ্ট পত্র লিখিয়াছেন, তদ্ভিন্ন প্রতি বাৎসরিক উৎসবে একট নুতন কাও দেখাইতেছেন এবং ক্রমে ক্রমে সমাজগৃহে যোগ, যাগ, হোম আরতিও আরম্ভ হইয়াছে। কখন ইনি "হরি হরি হরি” বলিলে মুচ্ছ যান এবং কখন কখন “সখী” সেজে মৃত্য করেন। সম্প্রতি বেদ, কোরাণ, বাইবেলের সারাংশ লইয়া নববিধানের স্বষ্টি করিয়াছেন।” * - ব্ৰহ্ম ৷ লোকে সাকার ভজে নিরাকার পায়, কেশব দেখছি নিরাকার ভজে শেষে সাকার লাভ করিলেন ; এ দলে কতগুলি ব্রাহ্ম আছেন ? বরুণ । বেশী নাই । যে কয়েকজন আছেন, তন্মধ্যে ভাই প্রতাপচন্দ্র মজুমদার, ভাই উমানাথ গুপ্ত, ভাই অমৃতলাল বসু, ভাই ত্ৰৈলোক্যনাথ মিত্র এবং ভাই প্রসন্নকুমার সেন বিখ্যাত। ' ইন্দ্র। বরুণ! তুমি প্রত্যেক নামের পূৰ্ব্বে এক একটা "ভাই" শব্দ যোগ করিলে কেন ? বরুণ ইহার রেভারেও ভাই নামক একটী “ভাই” উপাধির স্বষ্টি করিয়াছেন এবং পরস্পর পরম্পরকে ডাকিবার সময় ঐ উপাধিতেই ডাকিয়া থাকেন।

  • ১৮৮৪ খ্ৰীঃ অব্দের ৮ই জানুয়ারি ইনি কলেবর পরিত্যাগ করিয়াছেন