পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭০২ দেবগণের মর্ত্যে আগমন ছাত্রীদিগের জন্য যে হোটেল নিৰ্ম্মাণ হয়, তাহার সাঙ্গীধ্যার্থে এককালীন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, টেনান্সি বিলের বিপক্ষে আন্দোলন করিবার জন্ত পাচ শত টাকা, মাহাত্মা লালমোহন ঘোষের নির্বাচনফণ্ডে হাজার টাকা, কাউন্টেস ডফরিণ ফণ্ডের সাহায্যার্থ আট হাজার টাকা, কুষ্ঠ রোগীদিগের গৃহে রুগ্ন। হিন্দু রমণীদিগের গৃহ নিৰ্ম্মাণ জন্ত আট হাজার টাকা, ১৮৮৬ সালে যে লণ্ডন একজিবিসন হয়, তাহাতে হিন্দু স্ত্রীলোকদিগের আবরণ রক্ষা জন্য তিন হাজার টাকা, রোভার স্কুলের সাহায্যার্থে পাচ শত টাকা, কেশব একাডেমীতে পাচ শত টাকা, লর্ডইউলিক ব্রাউনের মেমোরিয়েল ফওে পাচ শত টাকা, দান করেন। ১৮৮৭ সালে কলিকাতা মেডিকেল ইন্‌ষ্টিটিউসনের সাহায্যার্থে পাঁচ শত টাক, কাউন্টেস ডফরিণ ফণ্ডের সাহায্যার্থে পুনরায় সাত শত সত্তর টাকা, লওনের ইম্পিরিএল জুবিলি ইন্‌ষ্টিটাউসন উপলক্ষে পাঁচ হাজার টাকা, বাণী রিপণ হলের সাহায্যার্থে হাজার টাকা দান করেন । ১৮৮৮ সালে কেশব একাডেমির সাহায্যার্থে পাচ শত টাকা, ডফরিণ মেমোরিয়েল ফণ্ডে তিন হাজার টাকা, দার্জিলিং স্বাস্থ্যনিবাস নিৰ্ম্মাণ জন্ত আট হাজার টাকা দান করেন। এতদ্ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়াছেন । এবং দেবগণের মর্ত্যে আগমনের সাহায্যার্থে একশত টাকা দান করিয়াছেন । উপ । ওমা । দেবগণের বেলায় এত কম ? ইন্দ্র । তুই থাম্—ভাল পিতামহ ! এমন ধৰ্ম্মশীলা রাণী পতিপুত্রবিহীন কেন ? ব্ৰহ্মা । ভাই, ওসব জঞ্জাল থাকূলে কি রাণীর ধৰ্ম্মকৰ্ম্মে এরূপ মতি থাকিত, ন ভবিষ্যতের জন্ত অক্ষয় পুণ্য সঞ্চিত হইত ? এখান হইতে একটা গলির মধ্য দিয়া সকলে লং সাহেবের গির্জার নিকট আসিয়া উপস্থিত হইলেন বরুণ কহিলেন, “এইট লং সাহেবের গির্জা। ইনি একজন বঙ্গবন্ধু ছিলেন । নীলদর্পণ নাটক প্রচার হইলে ইনি নীলকরগণ