१० 8 দেবগণের মর্ত্যে আগমন করিয়াছিলেন। প্রথমে ইনি একজন গোড়া হিন্দু ছিলেন। পরিশেষে রামমোহন রায়ের সহিত আলাপ হইলে ব্রাহ্মধৰ্ম্ম গ্রহণ করেন। ইনিও প্রথমে ওকালতী, তৎপরে নিম্কির কালেক্টরির সেরস্তাদার হন । এই কাৰ্য্য করিতে করিতে ক্রমে বোর্ডের দেওয়ান হন। অনেক দিন এই কাৰ্য্য করিয়া শেষে কৰ্ম্মত্যাগ করিয়া বাণিজ্য ব্যবসা আরম্ভ করেন । ইনি প্রথমে এই স্বাধীন ব্যবসা আরম্ভ করায় গবর্ণর লর্ড উইলিয়ম বেটিং একখানি অভিনন্দন পত্র প্রদান করিয়াছিলেন । ইহার পর ইনি কয়েকজন বাঙ্গালী ও সাহেবের সহিত একত্র হইয়া একটা ব্যাঙ্ক খুলেন এবং নীল, রেশম, চিনির কয়েকট কুঠি স্থাপন করেন । এই সময় ইনি অনেকগুলি জমীদারী খরিদ করিয়াছিলেন । ইনি অত্যন্ত পরোপকারী ও দাতা ছিলেন । ২৪ পরগণার দাতব্য চিকিৎসালয়ে লক্ষ টাকা দান করেন । কলিকাতার জমীদার সভা ইহঁার ই যত্নে ১২৬৫ সালে স্থাপিত হয়। ঐ সভাকে এক্ষণে ব্রিটিশ ইণ্ডিয়ান সভা কহে । ৯২৪৯ সালে বিলাত যাত্রা করিলে মহারাণী ভারতেশ্বরী যথেষ্ট সমাদর করিয়াছিলেন । ইহার পর ইনি ইউরোপের অপরাপর দেশ দেখিয়া স্বদেশে প্রত্যাগত হন । ১২৫১ সালে পুনরায় ইনি বিলাতযাত্রা করেন এবং নিজ ব্যয়ে বিলাত হইতে ডাক্তারি শিথিয়া আসিবার জন্ত ভোলানাথ বসু ও স্বর্যাকুমার চক্রবর্তীকে ( গুডিব চক্রবর্তী) সঙ্গে করিয়া লইয়া যান। ১২৫৩ সালে ৫২ বৎসর বয়ঃক্রম কালে বেলফাষ্ট নগরে ইহঁার মৃত্যু হয়। কেন্সালগ্রীন নামক স্থানে ইহঁার সমাধি হইয়াছে । সমাধিস্তম্ভে রজতফলকে লেখা আছে “১৮৪৬ খৃষ্টাব্দের ১লা আগষ্ট কলিকাতার জমীদার দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু হইল।” দ্বারকানাথ ঠাকুরের বেলগেছিয়ার বাগান বড় বিখ্যাত । নারা। এ দিকে এ গলির ভিতর কি আছে ? বরুণ। মেট্ৰপলিটান ইনিষ্টিটিউসন। ঐ বিদ্যালয়ট প্রথমে বিদ্যাসাগর
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।