পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন وله وه ঐ দেবীমূৰ্ত্তি শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় নামক এক ব্যক্তির। দেবালয়ট একখানি তালুক বিশেষ । ব্ৰহ্মা। বরুণ ! এই বংশের বিষয় বল । বরুণ। দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের আদি বাস কাদিহাটি। ইনি গবর্ণমেণ্টের পাটনার আফিংয়ের কুঠির দেওয়ান ছিলেন। ঐ কৰ্ম্ম করিয়া রাধামাধব যথেষ্ট বিষয় করেন । ইনি নিমতলার স্বানের ঘাট ও আনন্দময়ীর মন্দির নিৰ্ম্মাণ করিয়া দেন। ইহঁার পাঁচ পুত্র—নবকৃষ্ণ, গোপালকৃষ্ণ, শিবকৃষ্ণ ও তারাকৃষ্ণ । শিবকৃষ্ণ কলিকাতার মধ্যে একজন প্রতাপাম্বিত জমীদার ছিলেন । ইনি বেশ ইংরাজী জানিতেন। যখন রাস্ত দিয়া বগী হাকাইয়া যাইতেন, যে সম্মুখে পড়িত চাৰুক মারিতেন। ইনি শেষে জালিয়াৎ মকদ্দমায় ১৪ বৎসরের জন্ত দ্বীপান্তরিত হন । যখন, খালাল হইয়া দেশে প্রত্যাগমন করেন, পথিমধ্যে র্তাহার মৃত্যু হয়। কিছুদুর যাইয়া তাহারা একটা বাড়ীর সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। বরুণ। পিতামহ । নিমতলার মথুরমোহন সেনের বাড়ী দেখুন। ইষ্ঠার জাতিতে সুবর্ণবণিকৃ। ইহঁার পিতার নাম জয়মণি সেন। ইনি কলিকাতার মধ্যে বিখ্যাত পোদ্দার ছিলেন । ইনি প্রকাও বাড়ী নিৰ্ম্মাণ করিয়া গবর্ণমেণ্টের বাড়ীর ন্যায় চারিটি গেট প্রস্তুত করান। এক্ষণে এই বাটীর ধ্বংসাবস্থা। বাটীর সংলগ্ন ঠাকুরবাট ও ফুলবাগান অদ্যাপি বর্তমান আছে—যাহাকে মধুর সেনের ফুলবাগান কহে। মৃত্যুকালে ইনি অল্পমাত্র বিষয় রাখিয়া যান। এখান হইতে দেবগণ একটা ঘাটে যাইয়া উপস্থিত হইলে বরুণ কহিলেন, "এই ঘাটের নাম নিমতলার ঘাট। ঘাটের এক দিকে স্ত্রী, অপশ্ন দিকে পুরুষের স্নান করে, মধ্যস্থল দিয়া জেনে ময়ল নির্গত হয়। দক্ষিণ দিকে দেখুন, নিমতলার মড়াঘাট । এক সময় এই স্বাটে কলে,