পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գo Ե- দেবগণের মর্ত্যে আগমন গঙ্গার ধারে গিয়া দেবগণ একট ঘাটে উপস্থিত হইলে পিতামহ কছিলেন, “এ ঘাটটা বড় মুন্দর। এ ঘাট কাহার বরুণ ?” বরুণ। এ ঘাটট প্রসন্নকুমার ঠাকুরের। মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর কর্তৃক সুন্দর করিয়া মেরামত করিয়া দেওয়া হইয়াছে। বরুণ ইতার পর দেবগণকে লইয়া গবর্ণমেণ্ট ডাক্তারখানার নিকট উপস্থিত হইলেন এবং কহিলেন, “পূৰ্ব্বে এই ডাক্তারখানাট চাদনিতে ছিল, তখন বেলি সাহেব ইহার ডাক্তার ছিলেন। তৎপরে প্রসন্নকুমার ঠাকুর প্রভৃতির যত্নে চাদা দ্বারা এই বাড়ীটি নিৰ্ম্মাণ করা হইয়াছে।” এথান হইতে দেবতারা পাটের গাটকস কল দেখিলেন । বরুণ। পিতামহ । কবির গান হ’চ্চে—শুনতে যাবেন ? ব্ৰহ্মা । হানি কি, চল না । বরুণ তৎশ্রবণে দেবগণকে লইয়া বারোইয়ারিতলায় উপস্থিত হইলেন ; দেখেন, লোকের ভিড়ে যাতায়াত করা সুকঠিন। তাহারা অতি কষ্টে ভিতরে প্রবেশ করিয়া দেখেন, আদ্য আর্কফল-মস্তক ব্রাহ্মণপণ্ডিত শ্রোতার সংখ্যাই বেশী । এই সময় কবিওয়ালার ঢোলের বাদ্যের সহিত তালে তালে নাচিতেছে। দেবতারা উহাদিগের আহলাদের অঙ্গভঙ্গীর সহিত নৃত্য দেখিয়া হাস্ত করিতে লাগিলেন। এই সময় এক ব্যক্তি একখানি ঘেরাটোপ-ঢাকা বৃহৎ খাচী হস্তে চুম্বকুড়া দিতে দিতে দেবগণের নিকট দাড়াইল এবং এ-দিক্‌ ও-দিক্‌ চাহিয়া দেখিয়া “পড় বাবা আত্মারাম” বলিয়া চলিয়া যাইল। বরুণ কহিলেন, “ঐ লোকটা জুতাচোর। খালি খাচা আনিয়াছে, এক খাচ জুতা বোঝাই ক’রে নিয়ে যাবে।” দেবগণ কবি শুনিয়া অত্যন্ত সন্তুষ্ট হইলেন। যতক্ষণ না ভাঙ্গিল, বাসার যাইলেন না । পিতামহ কহিলেন,"দেখ বরুণ,যাত্রা ও থিয়েটার দেখা অপেক্ষ কবি আমার বড় ভাল লাগিল। গানগুলি কেমন মুরসালও কবিত্বে পরিপূর্ণ।”