পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3 দেবগণের মর্ত্যে আগমন ঋষ্ণুনার সন্নিহিত বাকুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ইহঁর পিতার নাম ৮রামনারায়ণ বন্ধ্যোপাধ্যায়। রঙ্গলাল বাল্যাবস্থায় মিসনারি স্কুলে বাঙ্গাল শিক্ষা করিয়া হুগলী কলেজে কিছুদিন ইংরাজী শিক্ষা করেন। শারীরিক পীড়া নিবন্ধন বিদ্যালয়ে অধিক পড়াশুনা করিতে পারেন নাই। বিদ্যালয় পরিত্যাগের পর নিজের যত্নে যথেষ্ট উন্নতি করিয়াছেন। বাল্যকালাবধি ইহার কবিতা রচনায় অনুরাগ ছিল এবং মধ্যে মধ্যে কবিত। লিখিয়৷ "প্রভাকরে” প্রকাশ করিতেন। ১৮২৫ অব্দে এডুকেশন গেজেট প্রচারিত হইলে ইনি তাহার সহকারী সম্পাদক হন । ১৮৫৮ অব্দে এই পদ্মিনী উপাখ্যান প্রচার করেন । ইহার কয়েক বৎসর পরে প্রথমে ইনি ইন্‌কম ট্যাক্সের আসেসর, তৎপরে ডেপুটী মাজিষ্ট্রেটের পদ প্রাপ্ত হন। ১৮৬২ অব্দে ইহঁার প্রণীত কৰ্ম্মদেবী এবং ১৮৬৮ অব্দে মুরসুন্দরী নামক কাব্য প্রচারিত হয় । ইহার কাব্যগুলি ইতিহাসমূলক। এই সকল গ্রন্থ ভিন্ন ইনি “বাঙ্গাল কবিতাবিষয়ক প্রবন্ধ” ও “শরীরসাধিনী বিদ্যার গুণকীৰ্ত্তন” নামক আর দুইখানি পদ্য গ্রন্থ রচনা করিয়াছেন । সংস্কৃত কুমারসম্ভব কাব্যের বাঙ্গালা অনুবাদও ইহঁার দ্বারা হইয়াছে। উপ। “কৰ্ত্তাজ্যেঠা ! এই বইখানায় মাতৃস্নেহ কেমন লিখচে শোন” বলিয়া পাঠ করিতে লাগিল । পিতামহ তৎশ্রবণে কহিলেন, “এ লেখকও মন্দ নহে । বরুণ, এ পুস্তকের এবং লেখকের নাম কি ?” বরুণ । পুস্তকের নাম “সুধীরঞ্জন ৷” ইহার প্রণেতা ৮দ্বারকানাথ অধিকারা । হান নদীয়া জেলার অন্তর্গত গোঁসাই দুর্গাপুর নামক গ্রামে অধিকারী বংশে জন্মগ্রহণ করেন । ইনি কৃষ্ণনগর কলেজে অধ্যঞ্জন কfরয়াছিলেন । প্রভাকর পত্রে প্রায়ই পদ্যে গদ্যে প্রবন্ধ লিখিতেন । বিদ্যালয় পরিত্যাগের পর ইনি কৃষ্ণনগরে একটা বিদ্যালয়ে মাষ্টারি করিতেন । ১২৬৪ সালে অতি অল্প বয়সে ইহার