পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১৬ দেবগণের মর্ত্যে আগমন পাটনার কুটার দেওয়ান ছিলেন। ইনি পাটনার পাটনেশ্বরী দেবীর মন্দির ও অনেক বিষয় করিয়া দিয়াছেন । এই বংশের অপর কোন মহাত্মা কোন্নগর ও পানীহাটিতে গঙ্গাতীরে দ্বাদশ শিব মন্দির ও বাধা ঘাট প্রতিষ্ঠা করিয়াছেন । এখান হইতে দেবগণ এক দিকে যাইতেছিলেন, লঙ্কা মরিচের বাজে থক্ থক্ করিয়া কাসিতে কাসিতে মুখে কাপড় দিয়া অপর দিক্ দিয়া দামাহাটার মধ্যে যাইয়া উপস্থিত হইলেন । বরুণ কহিলেন, “এই স্থানের নাম দরমাহাট, এখানেও বিস্তর মহাজনের গদী আছে।” এখান হইতে শোভাবাজারে যাইয়া একটা বাড়ীর নিকট উপস্থিত হইলে দেবরাজ কহিলেন “বরুণ ! এ সুন্দর বাড়ীটি কাহার ?” বরুণ। ইহারই নাম শোভাবাজারের রাজবাড়ী। মহারাজ নবকৃষ্ণ এবং রাজা রাধাকান্ত দেবের এই বাড়ী । ব্ৰহ্মা। বরুণ ! তুমি আমাকে মহারাজ নবকৃষ্ণের জীবনচরিত বল । বরুণ । মহারাজ নবকৃষ্ণ বাহাদুর ১১৩৯ সালে ( ১৭৩৩ খ্ৰীঃ অব্দে ) গোবিন্দপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন। ইহার পিতার নাম দেওয়ান রামচরণ দেব । ইহারা জাতিতে কায়স্থ । নবকৃষ্ণ বাহাদুরের বাল্যকালে পিতৃবিয়োগ হওয়ায় এবং ভদ্রাসন বাট ভাগীরথীতীরে ভাঙ্গিয় পড়ায় ইহঁর মাতা পুত্ৰকস্তাগণকে লইয়া শোভাবাজারে আসিয়া বাস করিতে লাগিলেন। ইনি মাতার যত্নে ও নিজের মেধাবলে অল্পবয়সে পারস্ত ভাষায় বিলক্ষণ বুৎপত্তি লাভ করেন। ইহা ব্যতীত বাঙ্গাল, উর্দু, আৰ্ব্বি ও ইংরাজী ভাষাও শিক্ষা করিয়াছিলেন । ১৬ বৎসর বয়ঃক্রমকালে ইনি কলিকাতাৰ নুতন বাজারে নকুড় ধরের নিকট চাকরীর উমেদারী করিতে থাকেন এবং তঁাহার দ্বারা ইংরাজদিগের সহিত পরিচয় করিয়া লন । ইনি ওয়ারেণ হেষ্টিং সাহেবকে পারস্ত ভাষা শিখাইবার জন্ত শিক্ষক নিযুক্ত হন । উক্ত সাহেব এই সময় কোম্পানীর একজন কেরাণী ছিলেন । ইনি নবকৃষ্ণকে