কলিকাতা 9さ> ইংলণ্ডেশ্বরীর নিকট হইতে ভারতনক্ষত্র ( ষ্টার অব ইণ্ডিয়া ) উপাধি প্রাপ্ত হন । ইনি শেষ দশায় বৃন্দাবনে ধাইয়। বাস করেন । ঐ স্থানে ১২৭৪ সালে ৮৫ বৎসর বয়সে মৃত্যু হয়। দেবগণ এখান হইতে যাইয়া বাগবাজারে সিদ্ধেশ্বরী ও মদনমোহন দর্শন করিলেন । বরুণ কহিলেন “এই ঠাকুর পূৰ্ব্বে বিষ্ণুপুরের রাজার ছিল ।” এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া বরুণ কহিলেন “পিতামহ, রাজা রাজবল্লভের বাড়া দেখুন ” ব্ৰহ্মা । ইহাব বিষয় বল । বরুণ ; মহারাজ রাজবল্লভ রায়রাইয়া বাহাদুর জাতিতে কায়স্থ । ইনি সুবেদারের বকলী ছিলেন । নবাব সিরাজউদৌলা ইহাকে রায়রাইয়া উপাধি প্রদান করেন । পলাশীর যুদ্ধের পর সিরাজউদৌল৷ সিংহাসনচুত হইলে মহারাজ রাজবল্লভ কলিকাতায় আসিয়া বাস করেন। ইনি কিছু সময়ের জন্ত ইষ্টইণ্ডিয়া কোম্পানীর কাউন্সেলের অনারারি মেম্বর হইয়াছিলেন। ইনি কলিকাতার গঙ্গাতীরে রাজা রাজবল্লভের ঘাট নামক একটী স্নানের ঘাট প্রস্তুত করিয়া দিয়াছেন । এখান হইতে সকলে একস্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ ! দেওয়ান দুর্গাচরণ মুখোপাধ্যায়ের বাট দেখুন। ইনি পাটনার আফিংয়ের কুটার দেওয়ান ছিলেন এবং ঐ কৰ্ম্ম করিয়া যথেষ্ট অর্থ উপার্জন করিয়াছিলেন । কলিকাতার গঙ্গাতীরে দুর্গাচরণ মুখোপাধ্যায়ের ঘাট নামক একটা স্নানের ঘাট প্রতিষ্ঠা করিয়াছেন । ইনি অত্যন্ত হিন্দু ছিলেন।” এখান হইতে সকলে গুহদিগের বাট দেখিতে যান এবং উপস্থিত হইয়। বরুণ কহেন ;– 萤 “রামকান্ত গুহু হুগলী জেলার সিংহটী নামক স্থানের প্রসিদ্ধ জমাদার । ইহঁারা জাতিতে কায়স্থ, মুসলমান নবাব কর্তৃক সরকার উপাধি প্রাপ্ত হন ।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।