পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ৭২৫ একটা দৃঢ়তর কীৰ্ত্তিস্তম্ভ । ১৮৭০ সালে ২৯ বৎসর বয়ঃক্রমকালে ইহঁর মৃত্যু হয়। অপরিমিত মদ্যপানই ইহঁর অকালমৃত্যুর কাৰণ। ইহঁার পত্নী yবলাইচাঁদ সিংহ মহাশয়ের পুল্ল শ্ৰীযুত বিঞ্জয় সিংহকে দত্তক পুত্র গ্রহণ করিয়াছেন । ইন্দ্র । বরুণ! সম্মুখে ও বাড়ীটি কাঙ্গার ? বরুণ । ছোট আদালতের জজ syহরচন্দ্র ঘোষের । ইন্দ্র। তুমি ইহার বিষয় আমাকে বল । বরুণ । হনি জাতিতে কায়স্থ। ১৮০৮ সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন। ইহঁর পিতার নাম ৮ অভয়চরণ ঘোষ । হরচন্দ্র ঘোষ হিন্দু কলেজে বিদ্যাশিক্ষা করেন। ১৮৩২ সালে ইনি বাকুড়ায় মুন্সেফ নিযুক্ত হন এবং ১৮৪১ সালে ২৪ পরগণার আমিনের পদ প্রাপ্ত হন । ৮৫৪ সালে ইনি কলিকাতা ছোট আদালতের জজের পদ প্রাপ্ত হন । ১৮৬৮ সালে ই হার মৃত্যু হয় । ইনি বাকুড়া ও বেহালায় বিদ্যালয় স্থাপন করিয়! দিয়াছিলেন । ইহার চারি পুত্র তন্মধ্যে জ্যেষ্ঠ বাবু প্রতাপচন্দ্র ঘোষ কলিকাতায় সবৃরেজিষ্ট্রার । ইষ্ঠাৰ প্রণীত ইংরাজী, বাঙ্গালী ও সংস্কৃত কয়েকখানি পুস্তক আছে। এখান হইতে যাইয় তাহার কাসারিপটাতে প্রবেশ করিলে বরুণ কহিলেন, “গুরুচরণ প্রামাণিকের পুত্র তারক প্রামাণিকের বাড়ী দেখুন। গুরুচরণ প্রমাণিক ব্যবসায় দ্বারা বিষয় করেন । ইহাদিগের অনেকগুলি ডক আছে । ইনি অত্যন্ত দাতা ছিলেন । কালী সিংহের পিতা এক সময় গুরুচরণ প্রামাণিককে নামাবলি গাত্ৰে দিয়া স্নান করিতে যাইতে দেখিয়া উপহাস করিয়াছিলেন, তাহাতে তিনি ৪০৷৫০ হাজার টাকার বনাৎ কিনিয়া ব্রাহ্মণদিগকে দান করেন । তাহার পুত্র তারক প্রামাণিকও একজন বিখ্যাত দাতা ছিলেন । ব্ৰহ্মা । তুমি তারক প্রামাণিকের বিষয় বল ।