পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀԵ- দেবগণের মর্ত্যে আগমন করেন এবং ব্যবসা দ্বারায় অতুল ঐশ্বর্য্যের অধিকারী হন । ইনি অত্যন্ত হিন্দু ছিলেন। . বাটাতে ইনি ১২ মাসে ১৩ পাৰ্ব্বণ করিতেন এবং একবার তৈল পাৰ্ব্বণ করিয়া অনেক টাকা ব্যয় করিয়াছিলেন । ইনি বৃন্দাবন বসুর লেনে এক শিব ও নিস্তারিণী মূৰ্ত্তি প্রতিষ্ঠা করেন। ১৮৯৪ সালে ইহঁার মৃত্যু হয় । ইহঁার পুত্রের নাম অভয়চরণ গুহ ও তারাচাদ গুহ । স্থই ভ্রাতাই বেনিয়ানের কাজ করিতেন । ইহঁর পৈতৃক বিষয় যথেষ্ট বৃদ্ধি করিয়াছিলেন । এখান হইতে যাইয়া সকলে দেওয়ান কৃষ্ণরাম বসুর বাটীর নিকট উপস্থিত হইলে পিতামহ কহিলেন, “বরুণ, এই বংশের বিষয় বল ।” বরুণ । ইনি ১৬৫৫ সালের পৌষ মাসে জন্মগ্রহণ করেন । ইহার পিতার নাম দয়ারাম বসু । কৃষ্ণরাম কলিকাতায় আসিয়া পিতার সামান্ত সম্পত্তি দ্বারায় ব্যবসা আরম্ভ করেন। ব্যবসার দ্বারায় মূলধন বৃদ্ধি করিয়া একেবারে লবণ একচেটে করিয়া লন এবং ৫৭ দিনের মধ্যে উহা বিক্রয় করিয়া চল্লিশ হাজার টাকা লাভ করেন। ঐ টাকায় ব্যবসা করিয়া বিপুল ধন উপার্জন করিলে চাকরী করিতে হচ্ছা হয় এবং দুই হাজার টাকা বেতনে ইষ্টইণ্ডিয়া কোম্পানীর হুগলীর দেওয়ান নিযুক্ত হন । কয়েক বৎসর কৰ্ম্ম করিয়া কলিকাতায় আসিয়া শু্যামবাজারের এই বাটী নিৰ্ম্মাণ করান। ইনি এক সময় ব্যবসার জন্ত একলক্ষ টাকার চাউল খরিদ করিয়াছিলেন ; কিন্তু বিক্রয় করিবার পূৰ্ব্বে দুভিক্ষ হওয়াতে অন্নসত্র খুলিয়া সমস্তই বিতরণ করেন। প্রতি বৎসর বাটতে সমারোহে দুর্গোৎসব করিতেন । প্রতিমা বিসর্জন দিয়া বাটীতে প্রত্যাগমনসময় যত লোক র্তাহাকে পূর্ণকুম্ভ ( এক কলসী করিয়া জল ) দেখাইত, তাহদের সকলকে এক টাকা করিয়া দান করিতেন । ঐ দিন ১৫/১৬ হাজার লোক গঙ্গার তার হইতে র্তাহার বাটীর দরজা পৰ্য্যস্ত পূর্ণকুম্ভ লইয়া বসিয়া থাকিত । ইনি ধৰ্ম্মসম্বন্ধে যথেষ্ট ব্যয় করিতেন । যশোহরের মদনগোপালজী এবং