RSJe দেবগণের মর্ত্যে আগমন ওমিটাদের দাড়ী। (৩) জগৎশেঠের কড়ি। (৪ ] ১৭৬৬ সালে গোবিন্দরামের মৃত্যু হয়। ইহঁার পুত্রের নাম রঘুনাথ মিত্র। ইনি অত্যস্ত দাতা ও ধাৰ্ম্মিক ছিলেন। বাটতে দোল দুর্গোৎসবে অনেক টাকা ব্যয় করিতেন। ইনি ঢাকার কালেক্টরির দেওয়ান ছিলেন। ইহার পুত্র রামচন্দ্র মিত্রের বিবাহের সময় গবর্ণর লর্ড কর্ণওয়ালিস কুমারটুলিতে কামানের শব্দ করিবার হুকুম দিয়াছিলেন এবং কেল্লা হইতেও কয়েকটা কামান দাগ হইয়াছিল। এই বংশীয়দিগের মধ্যে কেহ কেহ নন্দনবাগানে বাটী নিৰ্ম্মাণ করিয়া বাস করিতেছেন। এখান হইতে সকলে বনমালী সরকারের বাট দেখিতে যান এবং উপস্থিত হইয়া বরুণ বলিলেন – "ইহারা জাতিতে সদেগাপ । আদি বাস ভদ্ৰেশ্বর । আত্মারাম সরকার প্রথমে কলিকাতায় আসিয়া বাস করেন। বনমালী পাটনা রেসিডেন্সির দেওয়ান ছিলেন। পরে ইনি ইষ্টইণ্ডিয়া কোম্পানীর কলিকাতার ডেপুটী ট্রেডারের পদ প্রাপ্ত হন। বিপুল অর্থ উপার্জন করিয়া ইনি কলিকাতা, হুগলী প্রভৃতি স্থানে বিষয় খরিদ করেন। ইহার বাট কুমারটুলির মধ্যে বৃহৎ । ইনি শু্যামসুন্দর ও শিব প্রতিষ্ঠা করেন। এই বংশের অন্ত কেহ নাই । সমস্ত বিষয় বিগ্রহের সেবার্থ দান করিয়া গিয়াছেন । এথান হইতে যাইয়া একস্থানে উপস্থিত হইলে পিতামহ কহিলেন, *বরুণ, এ বাড়ী কাহার ?” বরুণ। বেণীমাধব মিত্রের। ব্ৰহ্মা । বেণীমাধব মিত্রের বিষয় বল । বরুণ। ইহঁাদের বাস চাকদার নিকট গোড়পাড়। বেণীমাধবের পিতামহ নিধিরাম মিত্র প্রথমে কলিকাতায় আসিয়া বাস করেন । ইনি (ত) প্ৰকাত্ত দাড় ছিল T(s)অত্যন্ত ধনী ছিলেন।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।