૧૭૨ দেবগণের মর্ত্যে আগমন পিতার নাম শিবনারায়ণ পণ্ডিত। শম্ভুনাথ প্রথমে গৌরমোহন আঢ়োর স্কুলে পাঠ করেন। অল্প দিনের মধ্যে বিদ্যালয় পরিত্যাগ করিয়া ২০ টাকা বেতনে সহকারী মহাফেজের কৰ্ম্মে নিযুক্ত হন। ১২৫১ সালে ডিক্ৰীজারীর মোহরার নিযুক্ত হন। এই সময় ইনি ডিক্ৰীজারীর আইন সম্বন্ধে একখানি ক্ষুদ্র পুস্তক লেখেন। ঐ পুস্তক কাৰ্য্যোপযোগী হওয়ায় গবর্ণমেণ্টের পরিচিত হন । ১২৫৩ সালে ওকালতী সনন্দ লইয়া ঐ ব্যবসা আরম্ভ করেন। তাহার কাৰ্য্যদক্ষতায় সন্তুষ্ট হইয়া বিচারপতি জে, আর, কলভীন সাহেব তাহাকে ১২৬০ সালে জুনিয়ার উকীল পদ প্রদান করেন। ১২৬৯ সালে গবৰ্ণমেণ্টের সিনিয়ার অর্থাৎ প্রধান উকীলের পদ প্রদান করেন। ১২৬৯ সালে হাইকোর্ট ংস্থাপিত হইলে রাজা রমাপ্রসাদ রায়কে একজন দেশীয় বিচারপতিপদে নিযুক্ত করিতে গবৰ্ণমেণ্ট অভিপ্রায় প্রকাশ করেন ; কিন্তু বিচারাসনে উপবেশনের পূর্বেই তাহার মৃত্যু হওয়ায় শম্ভুনাথ পণ্ডিত ঐ পদ প্রাপ্ত হন। ইনি অতি সম্মান ও সদ্বিচারের সহিত ঐ পদে কার্য্য করিয়াছিলেন । ১২৭৪ সালে সামান্ত জরে ও একটা বিস্ফোটকে ইহঁার মৃত্যু হয়। ইনি একেশ্বরবাদী ব্রাহ্ম ছিলেন। ব্ৰহ্মা । ভবানীপুরে আর কি আছে ? বরুণ । এখানে হাইকোর্টের দেশীয় জজেরাই বাস করিয়া থাকেন। জজ অনুকুল মুখোপাধ্যায়েরও এখানে বাড়ী আছে ; ব্ৰহ্মা । অনুকূলের বিষয় বল । বরুণ । ইহার পিতার নাম লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায় । ইহঁার কলিকাতার মধ্যে একজন সন্ত্রান্ত শোক । অনুকুল হিন্দু কলেজে অধ্যয়ন করিয়াছিলেন। বিদ্যালয় পরিত্যাগের পর ইহার হাবড়ার মাজিষ্ট্রেটের আফিসে নাজিরি কৰ্ম্ম হয়। ঐ নাজিরি করিতে করিতে ইনি ১৮৭৬ অম্বে কমিটী একজামিন দিয়া হাইকোর্টে ওকালতী করিতে আরম্ভ করেন। ইহঁার হাইকোর্টে ক্রমে এমন পশার হয় যে, মক্কেল একচেটিয়া করিয়া লইয়াছিলেন।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।