পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఖలిస్రి দেবগণের মর্ত্যে আগমন কালী। আমি হইয়াছি তাদের পয়সা উপার্জনের পুতুল। যেমন লোকে একটা গরুর পাঁচটা সিং, একজন মানুষের পাঁচখান হাত দেখিয়ে পয়সা নেয়, এরা তেন্নি আমার দ্বারায় পয়সা রোজগার করচে। শীতে কেঁপে মরছি দেখে যদি কেহ আমার গাত্রে একখানি ভাল কাপড় দেয়, “আমার পালা” *আমার পালা” ব’লে, খুলে নিয়ে পালায়। আমার হাত নাই দেখে যদি কেহ চারিখানি সোণার হাত বা মাথায় মুকুট গড়িয়ে দেয়, তৎক্ষণাৎ খুলে নিয়ে গিয়ে পরিবারের গহন গড়ায় । নারা। এখানে বিস্তর পূজা আসে নয় ? কালী। আসে সত্য ; কিন্তু আমি কখনও চক্ষে দেখতে পাইনি। বিস্তর জুয়াচোর জুটেছে, তাহার হালদারদের লোক বলে ধৰ্ম্মতলা থেকে লোক ধ’রে আনে, এবং এখানে একটা জাল হালদার তৈয়ের করে তাহার নিকট হাজির করে। তার পরে ফাকি দিয়ে তাহার নিকট হইতে পূজার টাকাগুলি হাত ক’রে নিয়ে এক পয়সার কলা ও একটু চিনি খরিদ ক’রে আমার মন্দিরে আসে। পূজা করা দূরে থাক, আমার সি দূরগুলো মুচে নিয়ে গিয়ে তাদের হাতে দেয় । বেচারারা কিছু জানে না, প্রসাদ নিয়ে ঘরে যায়। ব্ৰহ্ম ৷ ও সব লোকের বংশ থাকে ত ? কালী। একদল নিৰ্ব্বংশ হ’লে আর একদল আসে। তারাও পেটের জালায় আসে, আমিও পেটের জ্বালায় তাদের থেয়ে ক্ষুধা নিবৃত্তি করি। হতভাগারা মনে করে, লোকে যেন ওদেরই পূজা দিতে এসেছে। উপ। কালী পিসী ! তুমি খুব পাট খেতে পাও ? কালী। কৈ পাই বাবা ? পূজাও করে না, উৎসর্গও করে না, যেখানে সেখানে কাটে, আর মেচুনী মাগীরে ভাগ দিয়ে বেচে । - ব্ৰহ্মা । তোমার প্রসাদে মা, অনেকে প্রতিপালন হ’চ্চে । কালী। তাতে ত আমি সুখী হই। প্রতারণা করে কেন ? সন্দেশ ওয়ালারা ভাল সন্দেশ ব’লে চিনির সন্দেশ বেচে ; আর পৈতে, ডাব, সুপারি,