কালীঘাট ৭গুণ শাখা ও পূজার ধাড় গুলো বারবার আমার ঘরে ও দোকানে যাতায়াত করে । , ব্ৰহ্ম । সে কেমন ? কালী। পূজা হচ্ছে:জার দোকানে গিয়ে বেচে আসছে। আবার যাত্রীরা তাই কিনে পূজা দিচ্চে, আবার দোকানে যাচ্চে ইত্যাদি। ইন্দ্র । হালদার বাড়ীর মেয়েরা তোমাকে খুব ভক্তি শ্রদ্ধা করেন ? কালী। ভক্তি করবে কেন ? আমি কে ? তাহাদের দেহ হিংসায় পরিপূর্ণ—“ওদের পালায় এত পেলে, আমার পালায় কম হ’ল” এই দুঃখেই মরে । ব্ৰহ্মা । মিন্সেগুলো ? কালা। মিন্সেরা সৰ্ব্বদাই পালা কিন্চে, পালা বেচ্চে, যেন বাপ পিতামহের জমীদারী । দেখ বাবা ! দেবতা অপেক্ষ মানুষ ভাল, মলে না চুকে গেল ; আর আমি দেবতা, আমার দুঃখ দেখ! যক্ষযজ্ঞে মরে কালী হয় নিস্তার নাই। কালীঘাটে কারারুদ্ধ হয়ে আছি। ঠাকুরপো, তোমরা আমাকে নিতে এসেছ ? নারা। আমরা কলিকাতা দেখতে এসেছি । কালী । নিতে আসনি ? তা আসবে কেন ? আমার কি তেমন কপাল ? r নারা । দাদার বিনা মতে কি নিয়ে যেতে পারি ? তাকে জিজ্ঞায় ক’রে নিয়ে যাব । কালী। তিনিও এখানে আছেন, তাহার অবস্থা অামা অপেক্ষাও খারাপ । সমস্ত দিন দুধ গঙ্গাজল খেয়ে কাটাতে হয় । এই সময় কপালে সি দুর, গলায় মালা, একপাল বাঙ্গাল লেপ্পুত্ৰ পরিয়া কালীমন্দিরের মধ্যে প্রবেশ করায় ব্রহ্মা কহিলেন, “মা ! পালী, নশ্চিস্ত হয়ে থাক ; কলিতে তোমাদের কাহাকেও মর্ত্যে রাখিব না।”
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।