পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՎ)Ե- দেবগণের মর্ত্যে আগমন দেবগণ অতি কটে ভিড় ঠেলিয়া বাহিরে আসিয়া টিার্স ফেলিয়াবাচেন এই সময় একটী বালিকা আসিয়া নারায়ণের গলায় মালা দিলে নারায়ণ সবিস্ময়ে বলিলেন, “আহা ! কি করলে আধু-বুড়ে মানুষ, আমার কি বে কাবাব সময় ?” বালিকা অবাক হইয়া নারায়ণের প্রতি চাহিতে লাগিল। এই সময় আর একটী বালিকা আসিয়া মালা দিল। নারায়ণ কহিলেন, "তোমরা কি কুলীনের মেয়ে তাই পাত্রাভাবে আমাকে বরমাল্য দিতেছ?” সেও তৎশ্রবণে অবাক হইয়া দাড়াইল। এই সময় দলে দলে আসিয়া মাল দিতে লাগিল। নারায়ণ তদৃষ্টে কছিলেন বড় দা সৰ্ব্বনাশ । এখানেও আমার ষোড়শ গোপিনী জুটিল । উপ। "ঠাকুর কাক ! মন্দ কি হইল ? এই খুড়ি মা ঘর নিকাবেন এই খুড়িমা রাধবেন, এই খুড়ি মা কুটনো কুটবেন” বলিয়া আঙ্গুল দিয়া দেখাইতে লাগিল । ব্ৰহ্ম। বেী মা ! তোমরা বড় মুস্কিলে ফেল্পে । বাসায় সবে একটা ঘর, তোমাদের নিয়ে গিয়ে রাখি কোথায় ? মেয়েগুলো এই সময় ব্ৰহ্মার গলায় মালা দিতে আরম্ভ করিল। তখন ' পিতামহ কছিলেন, “ছি। ছি ! কি করলে আমি যে তোমাদের ভাগুর, তোমরা কি কলির দ্রৌপদী হলে ?” ” মেয়েগুলো এই সময় দেবগণের কোচ ধরিয়া “পয়সা” “পয়সা” শব্দে টানিতে লাগিল। টানাটানিতে পিতামহের পরিধেয় বস্ত্র খুলিয়া গেল, নারায়ণের কাপড়খানি ছিড়িয়া যাইল । তিনি রাগিয়া কহিলেন, “যা তোরা দুরুহ ! এমন স্ত্রীতে আমার দরকার নেই,তোদেরকালীঘাটে বনবাস দিলাম।” দুবগণ যেমন সরোধে বাহিরে আসিলেন, কতকগুলো লোক ছুটিয়া আলির তাহদের কপালে সিন্দুর লেপিতে লাগিল। উপ কহিল “শালার - দেশে সবই উন্ট, খুড়ি মারা ওদিকে আছেন, তাদের কপালে সিন্দুর দিগে না ?”