পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8e দেবগণের মৰ্ত্ত্যে আগমন স্বাধীনতা সত্ত্বেও পরাধীন হইয়। কষ্ট পাইতেছি, উদ্ধার কর।” বড় বড় বানরগণ রেলিং নাড়িয় নিজ প্রতাপ দেখাইতে লাগিল। মনের ভাব “আমাদের এত বল, কিন্তু ইংরাজবলের নিকট পরাজিত হইয়াছি।” • বনমামুষ “উকু উকু” শব্দে এদিক্ হইতে ওদিকে যাইতে লাগিল এবং দোল খাইতে লাগিল। মনের ভাব, “আমি ভাল মানুষ, নিরপরাধ ব্যক্তি ; আমার এ দশা কেন ?” জিওলজিকেল গার্ডেন হইতে বাহির হইলে বরুণ কহিলেন, “পিতামহ ! এই যে দুহটী অশ্বখ বৃক্ষ দেখিতেছেন, ইহারই তলে হেষ্টিংসের সহিত ফুন্সিসের দ্বন্দ্বযুদ্ধ হইয়াছিল।” দেবগণ ইহার পর ছোট লাটের বাড়া দেখিতে যাইলেন। বরুণ কহিলেন, “এই আলিপুরের বেলভেডিয়ার বাগান। এই স্থানে বঙ্গেশ্বর বাস করেন। ইহারই পশ্চাৎ ভাগে হেষ্টিংসের বাগানবাটী ছিল । আলিপুরের আরারুট বাগানের নিকট হেষ্টিংস হাউস নামক একটা প্রশস্ত বাগানবাটী অদ্যাপি বর্তমান আছে ।” এখান হইতে র্তাহারা বালকগণের চরিত্রসংশোধিনী জেল, সেণ্টাল জেল কলাবাগান (এই স্থানে লক হস্পিটেল ছিল) গোরস্থান (সৈন্তদিগের কবর ) গোরে যে পাথর বসান হয় তাহা বিক্রয়ের স্থান, কুলি চালানের ডিপো, ইংরাজ পাগলা গারদ ও বাঙ্গালী পাগলা গারদ, জেনেরল হস্পিটাল (নামে জেনেরল কিন্তু কেবল ইংরাজেরা থাকে, আবৃমি হস্পিটাল ) সৈন্যেরা থাকে, হরিণ বাড়ী, দেখিয়া ধৰ্ম্মতলায় আসিয়া উপস্থিত হইলেন । এই সময় এক ব্যক্তি আসিয়া তাহাদের হাতে লাল কাগজে ছাপান কতকগুলো বিজ্ঞাপন দিয়া যাইল । দেবগণ দেখেন লেখা রহিয়াছে— “ইলেটিক কমিকেল গোল্ড রিং । মূল্য পাঁচ টাকা। এক ডজন খরিদ করিলে একটি ভাল ওয়াচ ও একসেট বোতাম এবং ৩টা খরিদ করিলে একটা উত্তম টাইমপিস ঘড়ী ও একগাছি কুকুরমুখে ছড়ি উপহার দেওয়া যায় । -