পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ট্রেশন ዓ8:» 灘 এই আংটা ব্যবহারে কি হয় -এই আংটি হন্তে থাকিলে অন্ধের চন্থ হয়, খোড়ার পা হয়, বোবার বোল ফোটে, নির্ধনী ধনী হয়, আইবুড়ো ছেলেব বে হয়, গোরু হারালে গারু মেলে। স্ত্রীলোকেরা যদি ধারণ করেন, তাহা হইলে বন্ধ পুত্রবতা হয়, কুরূপার রূপ হয়, স্বামী বশে থাকেন, সৰ্ব্বাঙ্গে সোণ হয়, বুদ্ধার যৌবন হয়। বুদ্ধের পক্ষেও এ আং বিশেষ উপকারী, কারণ পাক চুল কাল হয়, নড় দার্ত শক্ত হয় এবং নবযৌবন ফিরে আসে । সাধারণের পক্ষে আংটার কেমন গুণ দেখুন, যাহার হাতে থাকে, তাহার সপ্তদশ পুরুষের রোগ, শোক ও সপভয় থাকে না, সে বংশের কেহ জলে ডোবে না, আগুনে পোড়ে না, অস্ত্রাঘাতে মরে না, অধিক কি গয়ায় গিয়া পিও দিবারও আবশুক হয় না । আমরা নিজে নিজে পরীক্ষা করিয়া তবে এই আংটি সাধারণে প্রচার করিয়াছি । দত্ত, সেন, দাস, মল্লিক, মুখে, মিত্র, চট্টো, গড়গড়ি, সাধুর্থ এও বানাজ্জা ব্রাদারস, মৃজাপুর ষ্ট্রট । ষ্টেশন দেবগণ এখান হইতে বাসায় যাইয়া আহারাদি করিয়া স্বর্গে যাইবার জন্ত মোট মাটারি গুছাইতে লাগিলেন এবং পরদিন প্রাতে মুটের মাথায় মোট দিয়া সকলে যাইয়া ষ্টেশনে উপস্থিত হইলেন । তাহার ষ্টেশনে যাইয়। দেখেন টিকিট দিবাব ১ ঘণ্টা বিলম্ব আছে । তথন সকলে একটি পাথরের বেঞ্চের উপর বসিলেন এবং পিতামহ কহিলেন “বরুণ ! কলিকাতার ইতিহাস বল ।” বরুণ। দুই শত বৎসর পূৰ্ব্বে এই কলিকাতার অবস্থা স্বতন্ত্র ছিল, তখন এ সকল কিছুই ছিল না। এক্ষণে দিন দিন ইহার অবস্থা ফিরিতেছে এবং অধিবাসীদিগের মুখ স্বচ্ছন্দত। ক্রমেই বাড়িতেছে।