Գ8Հ দেবগণের মর্ত্যে জাগমন, ইন্দ্র। কলিকাত সহর কত দিনের? বরুণ। . বর্তমান সহর যদিও বেশী দিনের নয় ; কিন্তু এস্থানের নাম বহুদিন পর্য্যন্ত আছে । আইন-আকবরিতে এই স্থানের নাম দেখিতে পাওয়৷ যায়। পুরাণে, কলিকাতা যে স্থানে, এই স্থানকে কালীক্ষিত্র বলিয়া উল্লেখ করিয়াছে । কালীক্ষেত্র একটি বিখ্যাত পীঠস্থান । এই স্থান বায়ান্ন পীঠের মধ্যে একটি মহাপীঠ। প্রাচীন পীঠের উপর কালীমন্দির নিৰ্ম্মিত হয় নাই। কালীক্ষেত্র বহুল নামক স্থান হইতে দক্ষিণেশ্বর পর্য্যন্ত বিস্তৃত আছে, বহুলাকে এক্ষণে বেহালা কহে এবং দক্ষিণেশ্বর অদ্যাপি বর্তমান আছে । ইংরাজ অধিকারের সূচনা হইতে কালীক্ষেত্র সঙ্কুচিত হইয়। এক্ষণে কালীঘাট নাম হইয়াছে। বল্লাল সেনের জীবনী পাঠেও এই স্থানের উল্লেখ দেখা যায় । আকবর বাদসার সময় কলিকাতার উল্লেখ আছে । কারণ তোডরমল্প যে “ওয়াশিল তুমার জমা” নামে একটি রাজস্ব হিসাব প্রস্তুত করেন, তাহাতে কলিকাতার নাম আছে । এই আকবরের সময় ১৫৮৬ অবে বেল তিন ঘটিকার সময় ভয়ানক ঝড় ও সমুদ্রের জল উথলিয়া উঠিয়া দক্ষিণ দিক্ নষ্ট হইয়া যায় ও প্রায় দুই লক্ষ প্রাণীর প্রাণ নষ্ট হয়। ঐ দক্ষিণ ভাগকে এক্ষণে সুন্দর বন কহে । কলিকাতার উন্নতি ইংরাজ হইতে হয় । এই ইংরাজের ইষ্টইণ্ডিয়৷ কোম্পানি নাম ধরিয়া ১৬৫১ অবো বাণিজ্য করিতে আসেন। ১৬৮৬ অব্দের ২০এ ডিসেম্বর জব চার্ণক্ সাহেবের সহিত হুগলির ফৌজদারের বিবাদ হওয়ায় সাহেব দলবলসহ স্থতামুটী অর্থাৎ বর্তমান কলিকাতায় পলাইয়া আসেন । ১৬৯০ অব্দে তিনি স্থতামুটিতে একটি কুঠি স্থাপন করেন । এই হইতেই কলিকাতা নগরের স্বত্রপাত হয়। চার্ণকু অত্যন্ত সাহসী ও যোদ্ধা ছিলেন। তিনি যে স্থানে বাঙ্গালা নিৰ্ম্মাণ করিয়া বাস করেন, ঐ স্থানকে বারাকপুর কছে, ১৬৯২ অস্বে চাণকের মৃত্যু হয়। এক্ষণে যে স্থানকে বৈঠকখানা কহে । ঐ স্থানে একটা প্রকাও বটগাছ ছিল । বণিকের নানা স্থান হইতে
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।