পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°88 দেবগণের মর্ত্যে আগমন হইয়াছিল, বড়বাজার অঞ্চলের সমস্ত গৃহ তাহার"সৈন্সের অস্থিার নষ্ট করিয়াছিল। লর্ড ক্লাইব ১৭৫৮ অব্দে বঙ্গদেশীয় কুঠিসমূহের গবর্ণ হন। এই সময় কোম্পানী মিরজাফরের নিকট হইতে কলিযুতার চতুষ্পাশ্ববর্তী ভূভাগের স্বত্ব লাভ করেন। উহাকেই ২৪ পরগণা কন্থে। ১৭ ৫ অব্দের ১২ই আগষ্ট ইংরাজের সম্রাট সাচ অলিমে । নিকট বাঙ্গাল, বেহার ও উড়িষ্যার দেওয়ানি প্রাপ্ত হন । ১৭৬৭ অব্দে ক্লাইব স্বদেশে প্রস্থান করেন । বাঙ্গালায় ১১৭৬ সালে একটা ভয়ানক দুভিক্ষ ও মহামারী হইয়া বঙ্গদেশ ছারখার হয়। ইহারই নাম “ছিয়াত্ত:র মন্ধ স্তর ” ইহাতে কলিকাতায় ১৫ই জুলাই হইতে ১০ই সে স্টম্বর মধ্যে ৭৬,০০০ লোক মারা যায়। ইহার উপর অগ্নিকাণ্ড ও ঘটয়াছিল ৷ টা কায় চারিসের চাউল বিক্রয় হইয়াছিল । ১৭৭২ সালে হেষ্টিংস সাহেব গবর্ণর হন । ইহঁার সময় বাঙ্গালা ও বেহার দেশ ১৮ জেলায় বিভক্ত হয় । কলিকাতায় রেভিনিউ বোর্ড স্থাপিত হয় এবং রোহিল। যুদ্ধ ঘটে । এই সময় মহারাজ নন্দকুমারের ফাসী হয় । বারাণসীর রাজা চৈতসিংহের সর্বনাশ হয়, প্রথম ও দ্বিতীয় মহারাষ্ট্র যুদ্ধ সংঘটিত হয় । ইন্দ্র । বরুণ ! নন্দকুমারের জীবনচরিত বল । বরুণ। রাজা নন্দকুমার রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। ১৭৪৫ খৃঃ অব্দে মুরশীদাবাদের অন্তঃপাতী ভদ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭৫৬ খ্ৰীঃ অব্দে ইনি হুগলীর ফৌজদার হন । ১৭৬৩ খৃঃ অবো নবাব মীরকাসিমের দেওয়ান হন। ইনি মন্‌স প্রভৃতির পক্ষ হইয়া গবর্ণর হেষ্টিংসের দোষ প্রকাশ করিতে আরম্ভ করিলে, হেষ্টিংস মোহনপ্রসাদ নামক একজন ব্যবসায়ীকে উপলক্ষ করিয়া মিথ্যা জাল করা অপরাধে ইহঁাকে সুপ্রীমকোর্টে উপস্থিত করেন। হেষ্টিংসের যত্নে প্রধান বিচারপতি সার ইলাইজা ইম্পি নন্দকুমারের প্রাণদণ্ডের আদেশ করেন । ...ব্রহ্মা । যাক, কলিকাতার বিষয় আরও বল ।