পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশন ፃ8Or প্রক্স। চাদপালের ঘাট এই সময় বর্তমান ছিল। খিদিরপুরের উত্তরস্থিত টালিগঞ্জের খাল ১৭৭৫ খৃঃ অৰো কর্ণেল টলি কর্তৃক খনন করা হয়। ১৭৭৪ অন্ধে কর্ণে হেনরি ওয়াটসন সাহেব খিদিরপুরের ডক প্রস্তুত করিয়া জাহাজের কাজ আরম্ভ করেন এবং ইহাতে দশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হন। ১৭৮৩ অব্দে সার উইলিয়ম্ জোন্স স্থপ্রমকোর্টের জজ হুইয়। কলিকাতায় আসেন। এখানে আসিয়া তিনি “এসিয়াটিক সোসাইট অব বেঙ্গল” নামক সভা স্থাপন করেন এবং সংস্কৃত উত্তমরূপ শিক্ষা করেন । ১৭৮৯ অবেদ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা ইহার দ্বারা ইংরাজীতে অমুবাদিত হয় এবং ১৭৯৪ খ্ৰীঃ অব্দে ইহঁর অমুবাদিত মনুসংহিতা প্রচার হয় । ১৭৯৪ খ্ৰীঃ অব্দে ইহঁর মৃত্যু হয়। ব্ৰহ্মা । সোসাইট কোথায় ? বরুণ। পার্কষ্ট্রীটের উত্তর পশ্চিম কোণে এই সভা আছে। প্রথমে এই সভায় একটী চিত্রশাল ছিল, উহ। ১৭৬৫ অব্দে গবর্ণমেণ্টের হস্তে অর্পণ করেন। এক্ষণে সভার হস্তে প্রাচীন মুদ্রা, তাম্রশাসনমূৰ্ত্তি ও পুস্তকালয় মাত্রআছে । পুস্তকালয়ে অনু্যন ১৫,• • • গ্ৰঙ্ক আছে, তাহার মধ্যে ৫০০ সংস্কৃত, বক্রী অপরাপর ভাষার । ১৭৮৪ অব্দে সেপ্ট জনের গির্জার ভিত্তি স্থাপিত হয় । ইহা পাথুরে গির্জ। নামে প্রসিদ্ধ। ১৭৪৬ অব্দে গবর্ণর লর্ড কর্ণওয়ালিসের সময় শিবপুরের বোটানিকেল গার্ডেন স্থাপিত হয় ও তাহার কিছু উত্তরে বিসপ্রকলেজ স্থাপিত হয়। ১৭৮৮ অব্দে তিরেত্তা (টেরিটির) বাজার স্থাপিত হয়। কর্ণওয়ালিসের পর সার জন সোর গবর্ণর হন । ইনি সান্থ উইলিয়ম্ জোন্সের জীবনচরিত লেখেন । ১৭৯৪ খ্ৰীঃ অব্দে ধৰ্ম্মতলার বাজার স্থাপিত হয় । পূৰ্ব্বে ইহাকে সেক্ষপীরের বাজার বলিত । ইহার সময় আর কোন ঘটনা হয় নাই। - ইহার পর মাকু ইস্ অব ওয়েলেসলি গবর্ণর হন। ফোর্ট উইলিয়কলেজম্।