দিল্লী J).9) বরুণ। উহা সাজেহান বাদসার রাজবাট এবং কেল্লা । উহার প্রাচীর রক্তবর্ণ এবং আড়াই মাইল বিস্তৃত । অন্দরে জল লইয়া যাইবার জন্য উক্ত বাদসা যে খাল খনন করান, তাহ অদ্যাপি বর্তমান আছে। রাজবাটীতে প্রবেশ করিবার দ্বারের উপর নহবদ-খানা, তৎপরে কিছু দূরে দেওয়ানী-খান । দেওয়ানী-খানাতে সম্রাটের প্রকাগু দরবার হইত। এই স্থানে তাহার ময়ুর-সিংহাসন ছিল। ঐ সিংহাসন, দুটি ময়ূরের উপর সংস্থাপিত ছিল বলিয়া ময়ুর-সিংহাসন বলে। ময়ুর ছটার পেখম, পুচ্ছ, গাত্র এবং চক্ষু বহুমুল্য মণি মুক্তার দ্বারা সুসজ্জিত করা ছিল। সিংহাসন দেখিলেই বোধ হইত, উহা আমাদের কাৰ্ত্তিকের নিকট হইতে বলপূৰ্ব্বক লওয়া হইয়াছে । ব্ৰহ্মা। বরুণ! সম্রাট যে পোষাক পরিধান ক’রে ময়ূর-সিংহাসনে বসিতেন, তাহার মূল্য কত ? বরুণ। তাহার মূল্য নিরূপণ করা কঠিন। কারণ আমার নিকটে যাইয় দেখিবার ক্ষমতা ছিল না। ঐ সিংহাসন নদীর শা বলপূর্বক লইয়া যান। নারা । স্ত্রীলোকদিগের সহিত মুসলমান বাদসাদিগের অনেক সেীসাদৃশু আছে! তাহারা যেমন টাকা হাতে পেলেই গহনা কিংবা ভাল কাপড়ের জন্য ব্যয় করে, সম্রাটেরা তেমনি নগদ টাকা হাতে না রেখে সিংহাসন, মসজিদ ইত্যাদিতে ব্যয় করিতেন। ব্ৰহ্মা। ভাল, ঐ ছোট ছোট একতালা জানালা-বিহীন ঘরগুলি কি ? বরুণ। উহা সম্রাটের অন্দরমহল। র্তাহার বেগমদিগকে অপরে দেখিবে ভাবিয়া বড় কষ্টে রাখিতেন । মুরশিদাবাদের নবাবেরাও এই নিয়মে চলেন। কিন্তু কলিকাতার অনেক বাবুর নিয়ম স্বতন্ত্ৰ—ৰ্তাহার রাস্তার ধারে অসংখ্য জানালাযুক্ত দোতালা তেতালাতেও পরিবার রাখিয়া তৃপ্ত হইতে পারেন না । সময়ে সময়ে তাহাদিগকে খোলা গাড়ীতে পাশে বসিয়ে বিবি সাজিয়ে ইডেন গার্ডেনে হাওয়া খাইয়ে আনেন।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।