পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓሉ8õ দেবগণের মর্ত্যে আগমন * - 5 স্থাপিত হয় এবং ১৭৯৯ অব্দে ৫ই ফেব্রুয়ারি গবর্ণমেন্ট হাউসের ভিত্তি স্থাপিত হইয়৷ ১৮-৪ অঃ নিৰ্ম্মাণ সমাপ্ত হয়। ইছা নিৰ্ম্মাণ করিতে ১৩ লক্ষ টাকা ব্যয় হইয়াছিল। ইহার ছাদের নিম্নভাগ, গবর্ণমেন্টুের শিল্প বিদ্যালয়েৰ অধ্যক্ষ এচ এচ লক্ সাহেবের ডিজাইন অনুসারে সজ্জিত করা। এই বাড়ীতে মহারাণী ভিক্টোরিয়া, তৃতীয় জর্জ ও র্তাহার রাজ্ঞী, ক্লাইব, হেষ্টিংস, টিনমৌর্থ, কর্ণওয়ালিস, ওয়েলেসলি, মিন্টে প্রভৃতির প্রতিমূৰ্ত্তি আছে । ইহঁরই শাসনকালে এসিয়াটিক্ রিসার্চেস বাহির হইতে আরম্ভ হয় এবং ১৮০০ খৃঃ অঃ ফোর্ট উইলিয়ম্ কলেজ স্থাপিত হয়। এই সময় হইতে বাঙ্গালাভাষার চর্চ বৰ্দ্ধিত হয় । ১৮১৪ অব্দে বর্তমান টাউন হল ৭ লক্ষ টাকা বায়ে নিৰ্ম্মিত হয়। এই স্থানে ওয়ারেণ হেষ্টিংস, কর্ণওয়ালিস, মহারাণী ভিক্টোরিয়া, লর্ড গফ, সার চলর্স মেটকাফ ও দ্বারকানাথ ঠাকুরের প্রতিমূৰ্ত্তি আছে। ১৮১৪ খৃঃ অব্দে লর্ড ময়ুর গবর্ণর হন । ইহঁার সময় নেপাল যুদ্ধে সার ডেবিড়, অক্টরলোনী বিশেষ প্রসিদ্ধি লাভ করেন। ইহার স্মরণার্থ গড়ের মাঠে অক্টরলোনী মনুমেণ্ট স্থাপিত হয় । ইহা ১৬৫ ফুট উচ্চ। ১৮৫১ অব্দে সেন্ট আনৃদ্ৰুর চার্চ নিৰ্ম্মিত হয়, ইহাকে লাট সাহেবের গির্জা কহে। ১৮৮২ অব্দে কাষ্টম হোেস নিৰ্ম্মিত হয়। ইহার দুই বৎসর পরে বিসপ কলেজ স্থাপিত হয় এবং এই বৎসরেই এগ্রিকলচাবেব ও হটকলচারেল সমিতি কেরী সাহেব কর্তৃক স্থাপিত হয় এবং “সমাচার দর্পণ” নামক প্রথম বাঙ্গালী সংবাদপত্র প্রচার আরম্ভ হয়। নারা । কেরী সাহেবের জীবনচরিত বল । বরুণ। ইনি প্রথমে সামান্ত লেখা পড়া শিথিয় জুতা সেলাই করিতে শিক্ষা করেন এবং এই ব্যবসা করিতে করিতে ইংরাজী ও লাটিন শিক্ষা করেন। ইনি ১৭৯২ অঃ কলিকাতায় আসেন এবং মালদহের নীলকুঠির অধ্যক্ষ হন। এদেশে আসিয়া সংস্কৃত ও বাঙ্গাল শিক্ষা করেন। প্রথমতঃ ইনি "নিউটেষ্টমেন্ট” বাঙ্গালায় অনুবাদ করিয়া মুদ্রিত করেন। এবং মাস