পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশন ፃ8ፃ ম্যান্‌ প্ৰস্তৃতির সহিত মিলিয়ন্ত্রীরামপুরে যাইয়া ধৰ্ম্মপ্রচার করেন। ১৮০১অঃ ইনি ফোট উইলিয়ম কলেজের বাঙ্গালী অধ্যাপক হন । এই সময় ইহার ব্যাকরণ ও কথাবী প্রচার হয়। মিন্টোর শাসন সময়ে ইনি রামায়ণ ইংরাজীতে অনুবাদ করেন ও সমাচারদর্পণ নামক একখানি সংবাদপত্র বাহির করেন । ইহার পর ইনি বাঙ্গালায় একখানি অভিধান সঙ্কলন করেন। ১৮০৪ অঃ ইহার মৃত্যু হয় এবং খ্রীরামপুরের গির্জায় ইহার সমাধি হয় । ১৮২৩ খৃঃ অঃ লর্ড আমহাষ্ট্র গবর্ণর হইয়া আসেন। ইহার সময় বৰ্ত্তমান টাকশাল নিৰ্ম্মিত হয়, সংস্কৃত কলেজ ও বেঙ্গল ক্লব স্থাপিত হয় । এই সময় কলিকাতার উন্নতির দশা । কারণ এই সময় অনেকগুলি বিখ্যাত লেক আবিভূত হন। যথা,—রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, রামগোপাল ঘোষ প্রভৃতি। ১৮২৮ অঃ লর্ড বেনটিঙ্ক ভারতবর্ষের গবর্ণর হন। ইহঁার সময় রামমোহন রায় ব্রাহ্মধৰ্ম্ম স্থাপন করেন। ১৮৩০ অঃ ডিষ্ট্রক্ট চাৰিটেবল সোসাইটি স্থাপিত হয়। ১৮৩৮ অঃ দ্বারকানাথ ঠাকুর দরিদ্র অন্ধদিগের সাহায্যার্থে এই সভাতে অনেক টাকা দেন। ১৮৩০ অঃ কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদপত্র “প্রভাকর বাহির হয়। ১৮৩৮ অঃ মহাত্মা ডফ, কলিকাতায় আসিয়া তাহার বিদ্যালয় স্থাপন করেন । ১৮৩০ অঃ জোড়াসাকোতে ব্রাহ্মসমাজ প্রথমে স্থাপিত হয় । ইহারই নাম বর্তমান আদি ব্রাহ্মসমাজ এবং এই সালেই রাজা রাধাকান্ত দেব বাতাঙ্কুরের যত্নে সনাতন ধৰ্ম্মরক্ষিণী” সভা সংস্থাপিত হয় এবং সতীদাহ নিবারণ আইন বন্ধ করিবার জন্ত বিলাতে আপীল হয়। আপীলে কোন ফল হয় নাই। ১৮৭৫ খৃঃ সার চার্লস মেটকাফ এদেশের গবর্ণর হন। ১৮৩৫ অঃ মুদ্রণ স্বাধীনতা আইন বিধিবদ্ধ হয় । ১৮৪০ অঃ মেটকাফের নাম চিরস্মরণীয় । করিবার জন্তু ভাগীরথীতীরে “মেটকাফ” হল প্রস্তুত হয় । ১৮৩৬ অঙ্গে奪 কলিকাতায় সাধারণ পুস্তকাগার স্থাপিত হয় । ইহঁার শাসন সময়ে ১৮৩৭ খৃঃ ।