পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশন ዓ8æ বিভাগের সুবন্দোবস্ত করেন । ইহঁার সময় মধ্যশ্রেণী,নিয়শ্রেণী ও মডেল স্কুল স্থাপিত হয়। বালিকাদিগকে শিক্ষা দ্বিধার জন্ত মহাত্মা বাটন সাহেব কলিকাতায় বাটন স্কুল স্থাপন করেন। গবর্ণমেণ্ট বিদ্যালয়সমূহের সাহায্যার্থে “এড” দিবার নিয়ম করেন। এতদ্ভিন্ন প্রত্যেক প্রেসিডেন্সিতে এক একটা বিদ্যালয় স্থাপিত হয় এবং"ডাইরেক্টর” ও“ইনস্পেক্টর”পদের স্বষ্টি হয় । ১৮৫৩ অঃ বঙ্গদেশে একজন লেফটেনেণ্ট গবর্ণর হইবে, ইংলণ্ডে যাইয়া সিবিল সাৰ্ব্বিস পরীক্ষায় উত্তীর্ণ হইলে সিবিলিয়ান এবং ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভায় ছয় জন সদস্তের স্থলে বার জন হইবে স্থির হয় । ১৮৫৬ অঃ লর্ড কানিং গবর্ণর হন । ইহার সময় সিপাহী যুদ্ধ আরম্ভ হয়। ১৮৫৮ অঃ মহারাণী ভিক্টোরিয়া স্বহস্তে ভারত সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন । ১৮৫৯ অঃ ষ্টার অব ইণ্ডিয়া উপাধির স্বষ্টি হয় । ইহার সময় ইন্‌কমৃ ট্যাক্স ( আয় কর ) প্রচলিত হয় । ১৮৬২ অঃ লড এলগিন গবর্ণর হন। ইহঁর সময় সদর, আদালত ও স্বপ্রীমকোট একত্র হইয়া হাইকোট স্থাপিত হয়। ১৮৫৪ অঃ'লড লরেন্স গবর্ণর হন । ইহঁার সময় ১৮৬৬ অঃ উড়িষ্যায় ভয়ঙ্কর দুভিক্ষ হয় ও বহু সংখ্যক লোক প্রাণত্যাগ করে। ইহার সময় বাডন সাহেব বাঙ্গালার লেফটেনেণ্ট গবর্ণর ছিলেন। ১৮৬৯ অঃ লড মেয়ে গবর্ণর হন । ইহঁর সময় ১৮৭০ অঃ মহারাণীর দ্বিতীয় পুত্র ডিউক অব এডিনবরা ভারতবর্ষ দর্শনে আসেন। ইহঁার দ্বারা কৃষিবিভাগ স্থাপন ও ষ্টেট রেলওয়ে স্থাপনের স্বত্রপাত হয় । ১৮৭২ অঃ ফেব্রুয়ারি মাসে আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত পোটব্লেয়ারে শের আলী নামক এক মুসলমান ইহঁাকে হত্যা করে । ১৮৭২ অঃ লড নর্থব্রক গবর্ণর জেনেরেল হন । ১৮৭৪ অঃ বাঙ্গালায় দুর্ভিক্ষ হয়। ইহার সময় বরদার গাইকবাড় রাজ্যচু্যত হন । ১৮৭৬ অঃ ভারতেশ্বরী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র (স্বর্গগত ভারত সম্রাট সপ্তম এডোয়ার্ড ) ভারতবর্ষে আসেন। ১৮৭৬ অঃ লর্ড লিটন ভারতবর্ষের গবর্ণর হন । ১৮৭৭ অঃ ইনি এদেশের সংবাদপত্রের বিরুদ্ধে >